গর্ভাবস্থায় ফুটে উঠছে বাঙালিয়ানা! তবে টক ঝাল নয়, গর্ভাবস্থায় বিপাশার মন মজল মিষ্টিতে

বলিউডে বাঙালী কন্যার বেশ দাপট। ইন্ডাস্ট্রি দিকে কিভাবে নিজের জায়গা বানাতে হবে একথা প্রমাণ করে দিয়েছিলেন বিপাশা বসু। এক বাঙালি মেয়ে হয়ে বলিউডের মত জায়গায় জনপ্রিয় অভিনেত্রী হয়ে দেখিয়ে দিয়েছেন গোটা বাংলাকে যে আমরাও পারি। এবার মা হতে চলেছেন এই অভিনেত্রী। বিয়ের বেশ কয়েক মাস পর নিজের প্রথম সন্তানের জন্ম দেবেন তিনি। কিছুদিন আগেই ফটো শুটের মাধ্যমে অভিনেত্রী তাঁর অনুরাগীদের জানান এই শুভ সংবাদ। তারপরই দেখা যায় একেবারে বাঙালি মতে বাঙালি সাজগোজে মায়ের হাত থেকে সাধ খাচ্ছেন তিনি। তারপর থেকেই অধীর আগ্রহে দিন গুনছেন তাঁর প্রথম সন্তান আসার।
মেয়েদের গর্ভাবস্থায় বেশ কিছু বিশেষ জিনিসের প্রতি আকর্ষণ বাড়ে। তেমনই খাওয়ার মধ্যেও বেশ কিছু জিনিস এমন থাকে যাদের প্রতি তাঁদের টান বেড়ে যায়। বেশিরভাগ সময়েই টক আর ঝাল জাতীয় খাবার যেমন আচারের প্রতি মেয়েদের টান বাড়ে। এই ক্রেভিং হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। তবে আমাদের বলিউডের বাঙালি কন্যা বিপাশার মন টক-ঝাল- এ নয় মেতেছে মিষ্টিতে। গর্ভবতী অবস্থায় বাঙালি আনার বহিঃপ্রকাশ ঘটছে একে একে।
আমরা সকলেই জানি অভিনেত্রীদের মধ্যে মিষ্টি না খাওয়ার প্রবণতা খুব বেশি। কিন্তু গর্ভকালীন অবস্থায় মায়ের যে ক্রেভিং তা কি অভিনেত্রীর শারীরিক গঠনের থেকে বেশি? একেবারেই তা নয় আর বিশেষত বাঙালি মেয়েদের তো নয়ই। তেমনি আমাদের বিপাশাও বাঙালি মিষ্টির মধ্যে নিজের মন মজিয়েছেন জিলিপিতে। আর গর্ভকালীন অবস্থার ক্রেভিং মানে তা তো দিতেই হবে। তাই হাতেও পেয়ে গেছেন তিনি জিলিপি। এবার রসিয়ে রসিয়ে জিলাপি খাওয়ার ছবি তুলেছেন। সেই ছবি আবার পোস্ট করেছেন ইনস্টাগ্রামে স্টোরিতে। পোস্ট করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ছবি।
চলতি মাসের শুরুতে কোন অবাঙালি বেবি সাওয়ার নয় বাঙালি নিয়ম-নীতি মেনে মায়ের কাছ থেকে সাধ নিয়েছিলেন এই অভিনেত্রী। এদিন অভিনেত্রীর পরনে ছিল গোলাপি শাড়ি, গোলাপি টিপ, সিঁথি ভর্তি সিঁদুর, গায়ে সোনার গয়না আর হাতে শাখা পলা। পূর্ণ বঙ্গললনা সেজে সাধ নিয়েছিলেন তিনি। এদিন অভিনেত্রীর মা এবং বোন সকলেই উপস্থিত ছিলেন বসু পরিবারে। কারণ গ্রোভার পরেছিলেন সাদা পায়জামা পাঞ্জাবি। সাধের থালা পূর্ণ ছিল পঞ্চব্যঞ্জনে। ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, তরকারি, মাছ, মাংস, চাটনি, দই, পাপড় ইত্যাদি পঞ্চব্যঞ্জনে সাজানো ছিল। মায়ের হাত থেকে প্রথম সাধের ভাত মুখে দেওয়ার ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, “আমার সাধ, ধন্যবাদ মা”।
গত ১৬ ই আগস্ট অভিনেত্রী তাঁর বেবি বাম্পের ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে। আর সেখান থেকেই অভিনেত্রীর অনুরাগীরা এই সুখবর সম্পর্কে জানতে পারেন। যদিও তার আগেও একবার জানা গিয়েছিল যে অভিনেত্রী সন্তান সম্ভাবনা। অন্তঃসত্তার ফটোশুটের ছবিতে অভিনেত্রী পরে ছিলেন সাদা রঙের একটি ওভার সাইজ শার্ট। আর করণ সাদা শার্ট সাদা প্যান্ট। অভিনেত্রীর সেই ওভারসাইজ শার্ট এর ফাঁক দিয়েই উঁকি দিচ্ছিল সুস্পষ্ট বেবি বাম্প। দ্বিতীয় ছবিতে বেবি বাম্পে চুম্বন করতে দেখা গিয়েছিল তার স্বামীকে। ছবিটি শেয়ার করে অভিনেত্রী একটি দীর্ঘ ক্যাপশন লেখেন। তাঁর প্রথম লাইনটি হলো, “নতুন সময় নতুন আলো জুড়তে চলেছে জীবনের রংধনুতে”।