বিনোদন

মা হলেন বলিউডের অভিনেত্রী কাজল আগারওয়াল

বাংলা নববর্ষের আগেই বিয়ের পিঁড়িতে বসেন রণবীর কাপুর আর আলিয়া ভাট, দুই তারকা জুটির বিয়ে নিয়ে বলিউডে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে, সম্প্রতি বলিউড থেকে আবার একটি নতুন খুশির খবর শোনা যাচ্ছে। মা হলেন বলিউডের অভিনেত্রী কাজল আগারওয়াল। বিয়ের এক বছরের মাথায় তার গর্ভবতী হওয়ার খবর শুনে অনুরাগীরা খুশি হয়েছিলেন, সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

আরও পড়ুন: তথ্য প্রযুক্তির বিপত্তির কারণে ‘উনিশে এপ্রিলে’র পুরো ছবি ডিলিট হয়ে গিয়েছিল, তারপর ঠিক কী ঘটেছিল জানেন?

২০২০ সালের ৩০ শে অক্টোবর ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন অভিনেত্রী। তার জীবনের এই সিদ্ধান্তের কথা তিনি নিজেই তার অনুরাগীদের সাথে শেয়ার করেছিলেন, সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে আগামী ৩০ শে অক্টোবর গৌতম কিচলুর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। মুম্বাইতে পারিবারিক অনুষ্ঠান করেই আমাদের বিয়ে সম্পন্ন হবে। আমাদের দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন। এই মহামারী আমাদের আনন্দ অনেকাংশে ম্লান করে দিয়েছে। কিন্তু আমরা একে অপরের সঙ্গে নতুন জীবন শুরু করার উত্তেজনায় বিভোর। আমরা জানি আপনারা আমাদের উৎসাহ দেবেন। এতদিন ধরে আমাকে এত ভালোবাসার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের নতুন জীবন শুরু করার আগে সবার আশীর্বাদ চাই।

আমি সকলকে যেমন আনন্দ দিতাম তেমনি করে যাব সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।” এরপর বিয়ের এক বছর কাটার পরেই কাজলের সন্তানসম্ভবা হওয়ার খবর নিজের মুখেই অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেত্রী। কাজলের স্বামী গৌতম‌ও একটি পোস্টে লিখেছিলেন, “২০২২ তোমার দিকে তাকিয়ে আছি।” এরপর তিনি এই পোষ্টের সাথে একটি গর্ভবতী মহিলার ইমোজি ছুড়ে সাংকেতিকভাবে সুখবরটা ফাঁস করে দিয়েছিলেন। কাজল প্রায়‌ই নিজের গর্ভাবস্থার ছবি অনুরাগীদের সাথে শেয়ার করে নিতেন এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় তার স্বামী তাকে আগলে রেখেছিলেন বলে একটা ধন্যবাদ নোট‌ও লিখেছিলেন তিনি।

আরও পড়ুন: বাঙালির প্রিয় আলু মাখা পান্তা ভাত বিরাট পত্নী অনুষ্কার‌ও পছন্দের খাবার

১৯ শে এপ্রিল কাজল ও গৌতম কিচলুর পরিবারের ছোট্ট এই সদস্য এসেছেন। যদিও কাজল বা তার স্বামী কেউই এখনো অবধি এই খবরটি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে শেয়ার করেন নি। তবে একটি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সন্তানের জন্ম দিয়েছেন বলি-অভিনেত্রী এবং বর্তমানে মা ও সদ্যজাত দুজনেই সুস্থ আছে। অনুরাগীরা কিন্তু কাজল ও গৌতমের ঘোষণা করার জন্য অপেক্ষা করেন নি, তারা ইতিমধ্যেই কাজলকে শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন এবং তাদের সংসারের নবাগত সদস্যের উদ্দেশ্যেও ভালোবাসা দিতে শুরু করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য খুব শীঘ্রই কাজলকে চিরঞ্জীবী ও রামচরণ অভিনীত ‘আচার্য’ সিনেমাতে দেখা যাবে।

Related Articles

Back to top button