‘আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, মুম্বাইতে আইনের শাসন নেই একমাত্র শ্রীকৃষ্ণের কাছেই সাহায্য প্রার্থনা করছি’ বিস্ফোরক দাবি বলি অভিনেত্রী তনুশ্রী দত্তর!

বলি ইন্ডাস্ট্রি তে ‘হ্যাশ ট্যাগ মি টু’ বহু প্রভাবশালী ব্যক্তিত্বের মুখোশ খুলে দিয়েছিলো। এই সময় ‘হ্যাশট্যাগ মি টু’ নিয়ে মুখ খুলেছিলেন বলি অভিনেত্রী তনুশ্রী দত্ত। পর পর বেশ কয়েকটি হিট ছবি দর্শকদের উপহার দেওয়ার পর আচমকা ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান অভিনেত্রী, পরবর্তীতে তিনি মুখ খুলে বলেন যে নানা পাটেকর তার শ্লীলতাহানির চেষ্টা করেছিল সেই কারণে বলিউড থেকে সরে গিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি দাবি করেন যে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে অভিনেত্রী এই অভিযোগ করেন।
একটি সোশ্যাল মিডিয়ার পোস্টে অভিনেত্রী দাবি করেন যে, প্রথমত গত বছর তার বলিউডের কাজের জায়গায় ক্ষতি করা হয়েছে। এরপর তাকে মারার পরিকল্পনা করা হয়েছিলো। তাকে মারার জন্য এক পরিচারিকাকে পাঠানো হয়েছিলো তার খাবারে বিষ মিশিয়ে দেওয়ার জন্য। এরপর তিনি সেই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। একই সাথে তাকে মেরে ফেলবার জন্য উজ্জয়নীতে তার গাড়ির ব্রেক ফেল করে দেওয়া হয়েছিল বলেও দাবি করেন অভিনেত্রী।
অভিনেত্রী জানান, সে যাত্রায় কোনোক্রমে প্রাণে বেঁচে যান অভিনেত্রী, কিন্তু মুম্বাইতে এসে তিনি তার স্বাভাবিক জীবন ও কাজ শুরু করতে পারেন না। কারণ বর্তমানে তার ফ্ল্যাট বাড়ির মধ্যে সমস্ত উৎপাত শুরু হয়েছে। তনুশ্রীর অভিযোগ মি টু অভিযুক্তরা আর যে এনজিওর পর্দা তিনি ফাঁস করেছেন তারাই মিলিতভাবে তাকে হেনস্তা করবার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত। তাদের উদ্দেশ্যে তনুশ্রী জোর বার্তা দিয়ে বলেন,“ আমি আত্মহত্যা করব না। আমি কোথাও পালাবোও না। আমি এখানেই থাকবো আর নিজের ক্যারিয়ার আগের থেকেও উঁচু জায়গায় নিয়ে যাব।” একই সাথে অভিনেত্রী আরো জানান যে, মুম্বাইয়ে আইনের শাসন নেই। তাই তিনি চান মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হোক আর কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতা নিয়ে নিক। এরকম অবস্থায় একমাত্র শ্রীকৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করছেন তিনি।
View this post on Instagram