বিনোদন

আগামী রবিবার ভারত এবং পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের জন্য ভারতীয় দলকে বিশেষ শুভেচ্ছা বার্তা জানালেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন, সোনি টিভির পক্ষ থেকে শেয়ার করা হলো সেই ভিডিও ক্লিপ

শুরু হয়ে গিয়েছে এবছরের টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ। আগামী রবিবার থেকে ভারতে নেমে পড়বে ময়দানে। মেলবোর্ন এর মাঠে প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বর্তমানে সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী। আর ভারতের প্রথম ম্যাচের জন্যই শুভেচ্ছা বার্তা জানালেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন বরাবরই ক্রিকেটপ্রেমী, যে কোন বড় ম্যাচের আগে তিনি ভারতীয়দেরকে নিজের মতো করে বিশেষ শুভেচ্ছা বার্তা জানান। এবারও তার অন্যথা হলো না।

এবারে ভারতীয় দলকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য তিনি কৌন বনেগা ক্রড়োরপতি-র সেটে একটি কবিতা আবৃত্তি করলেন। সেই ভিডিও ক্লিপ সোনি টিভির পক্ষ থেকে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোনি টিভির পক্ষ থেকে শেয়ার করা ওই ভিডিও ক্লিপে অসংখ্য মানুষ লাইক এবং কমেন্টস করেছেন। কমেন্টসে একেক জন একেক রকম কমেন্ট করেছেন ‘এরকম শুভেচ্ছা তো একমাত্র বিগ বি-র কাছ থেকেই আসতে পারে। উই লাভ ইন্ডিয়া অ্যান্ড উই লাভ ইউ বিগ বি। আপনার তুলনা আপনিই।’ অন্যজন লিখলেন, ‘এভাবেই গোটা দেশের পাশে থাকুন আপনি। সবে তো ৮০। এবার বড় করে সেঞ্চুরির অপেক্ষা করছে দেশ।’

উল্লেখ গত সপ্তাহতেই ৮০ বছরে পা রেখেছেন বিগ বি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার জন্মদিনে এসেছিল শুভেচ্ছা বার্তা। বড় বড় সেলিব্রিটি, সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন তাকে। এমনকি কোন বানেগা ক্রোড়পতি সেটে সারপ্রাইজ দিতে হাজির হয়েছিল অভিনেতার স্ত্রী জয়া বচ্চন এবং পুত্র অভিষেক বচ্চন।

Related Articles

Back to top button