বিনোদন

বয়স ৩৫ পার, তারপরেও বিকিনিতে লাস্যময়ী রূপে সমুদ্র সৈকতে আগুন ধরাতে পারেন দেবলীনা! নেটিজেনদের প্রশ্ন তবে কি বিবৃতিকে টক্কর দিয়ে স্বামীর নজর ফেরাতেই এই রূপ দেবলীনার?

দেবলীনা এবং তথাগত মুখার্জি, এ দুটি নাম বাংলা টেলিভিশন জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টেলিভিশনে জগতের দর্শকেরা এই দুজনকে চেনে না এমন হয় তো কেউ নেই। এদের দুজনের প্রেম পর্ব শেষ হয়ে বিয়ের পর্ব চলাতেও বেশ খুশি হয়েছিল দর্শকের একাংশ। তাদের বৈবাহিক জীবন যে সুন্দর ছিল তাতেও কোন সন্দেহ নেই। অন্যদিকে বিবৃতি চ্যাটার্জিও বেশ পরিচিত মুখ। দেবলীনা ও বিবৃতি প্রায় সমান তালে টক্কর দিতে পারে না একে অপরকে।

সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে তথাগত মুখার্জি দেবলীনা ও বিবৃতি চ্যাটার্জির নাম উঠে এসেছে একই হেডলাইনে। বেশ কিছু সময় ধরে শোনা যাচ্ছিল যে তথাগত মুখার্জি ও দেবলীনার বৈবাহিক জীবনের রসায়নে এসেছে কিছু পরিবর্তন। কিন্তু কখনোই স্বামী স্ত্রীর মধ্যে থেকে কেউই এ বিষয়ে মুখ খোলেননি। কিন্তু তারপরে কিছুদিনের মধ্যে শোনা গেল তথাগত ও দেবলীনার বিবাহ বিচ্ছেদের খবর। এর কারণ হিসেবে সামনে এসেছিলেন অভিনেত্রী বিবৃতি।

কিন্তু তথাগত বা দেবলীনা এদের কেউই কখনো এ বিষয়ে বিবৃতিকে টেনে আনেননি। তবে একে অপরের মধ্যে একটা ঠান্ডা লড়াইয়ের আভাস পেয়েছিলেন সকলেই। কিন্তু এর পরেও এই ট্রায়ও একসাথে কাজ করেছেন একটি সিনেমায়। আজই মুক্তি পেল তাদের তিনজনের অভিনীত সিনেমা “ভটভুটি”। তবে তারা একই সিনেমায় কাজ করছে জেনে একাংশের মনে হয়েছিল যে হয়তো দুজনের মধ্যে দূরত্ব কমে গিয়েছে।

কিন্তু এই ভাবনায় জল ঢেলেছে দেবলিনার সোশ্যাল মিডিয়া পোস্ট। এই পোস্টে অর্থাৎ ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে দেবলীনা বিকিনি পরিহিত অবস্থায় রয়েছেন। আর তারই সাথে দিচ্ছেন মোহময়ী সব পোজ। আর সেই ছবি দেখে কোনমতেই বোঝা সম্ভব না যে ৩৫ পার করেছেন অভিনেত্রী। বছর ৩৫ এর হয়েও এতোটুকু কমেনি অভিনেত্রীর শারীরিক আহ্বান। আর এই পোস্ট ঘিরেই জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তবে কি বিবৃতিকে টক্কর দিয়ে স্বামীকে ফেরাতেই এমন রূপ দেবলীনার?

 

View this post on Instagram

 

A post shared by Debleena Dutt (@dats_debleena)

Related Articles

Back to top button