মদন পার্থ নন! আবার তিয়াশাও অর্পিতা নন, রাখি পরিয়ে প্রমাণ করতে চাইলেন প্রেমের সম্পর্ক নেই মদন তিয়াসার

সম্প্রতি শাসক গোষ্ঠীর অন্যতম সদস্য তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বেশ সরগরম চলছে রাজ্য রাজনীতিতে। তার এসএসসি দুর্নীতি থেকে শুরু করে ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার সাথে সম্পর্ক এবং তাদের দুজনের নানা জোচ্চুরির খবরে মেতে উঠেছে খবরের দুনিয়া। আর এই অবস্থায় মানুষ রাজ্যের শাসক দলের আরেক অন্যতম সদস্য মদন মিত্র কে কিভাবে ভুলে যেতে পারতেন। শাসক গোষ্ঠীর মদন যে একটু রঙিন ছেলে এ কথা তো মিডিয়ার সামনে স্বীকার করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। মদনের চারপাশ ঘিরে থাকেন ছোট পর্দার বিভিন্ন নায়কারা। আর তাদের সাথে মদন মিত্রের কি সম্পর্ক সেই নিয়ে মুখরচোক খবর বেশ পছন্দ করেন পাঠক ও দর্শককুল। তাদের রসায়ন খবরের রসায়নকে বেশ জমিয়ে তোলে।
সম্প্রতি শাসক দলঘনিষ্ঠ মদন মিত্র এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তথা কৃষ্ণকলি খ্যাত অভিনেত্রী তিয়াসাকে নিয়ে চলেছিল বেশ মুখরোচক খবর। কৃষ্ণকলি খ্যাত শ্যামা ওরফে অভিনেত্রী তিয়াসা লেপচেকে বহুবার দেখা গিয়েছিল মদন মিত্রের সাথে। আর তার থেকেই শুরু হয় গসিপের। সদ্য ডিভোর্সি অভিনেত্রী তিয়াসার ডিভোর্সকে ঘিরে জল্পনা তৈরি হয় যে এত রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে তার ঘনিষ্ঠতাকে ঘিরেই নষ্ট হয়েছে সাংসারিক জীবন।
কিন্তু কিছুদিন আগেই এই জল্পনায় জল ঢেলে কড়া গলায় উত্তর দেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমের সামনে অভিনেত্রী বলেন, মদনদার পাশে কোন অভিনেত্রী আছে মানেই তা খবর! এখনতো দুই পুরুষের সম্পর্কও মান্যতা পাচ্ছে, তবে দুই পুরুষ রাজনীতিবিদ পাশাপাশি থাকলে এবং তাদের মধ্যে যদি ঘনিষ্ঠতা থাকলে তাহলে সেটা নিয়েও খবর নয় কেন? এ কথা বলার পর অভিনেত্রী এটাও স্বীকার করেন যে শাসক দলঘনিষ্ঠ মদন মিত্র তার জীবনের অনেক উপকার করেছেন। তিনি সারা জীবন মদন মিত্রের কাছে কৃতজ্ঞ থাকবেন।
এতসব ঘটনার মাঝেই চলে এলো রাখি বন্ধন উৎসব। সৌভ্রাতৃত্বের প্রতিক হলেও বর্তমানে বাঙালিরা রাখি বন্ধন উৎসব পালন করে থাকেন বিশেষত বোন ভাইকে রাখি পরাবে এই ভাবনার মধ্যে দিয়েই। বিশ্বাস করা হয় যে বোন যে ভাইকে রাখি পরাচ্ছে তাতে ভাই সারা জীবন রক্ষা করবে তার বোনকে। এইবার এই পূর্ণ তিথিতে অভিনেত্রী তিয়াসা গিফট ও রাখি সমেত হাজির হলেন মদন মিত্রের বাড়িতে। রাখি পরিয়ে, গিফট দিয়ে রাখি বন্ধন উৎসব সেলিব্রেট করে হয়তো সমাজের চোখে প্রমাণ করতে চাইলেন যে মদন মিত্র অতি অভিনেত্রী তিয়াসার মধ্যে কোন প্রেমের সম্পর্ক নেই।