বিনোদন

‘এখনো তো দোষ প্রমাণ হয়নি, পার্থকে জুতো মারতে দেখলে কষ্ট লাগে’! পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন চিরঞ্জিত চক্রবর্তী, ভাইরাল হলো অভিনেতা বিধায়কের মন্তব্য

বর্তমানে রাজনৈতিক ময়দান যেন রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেসের উপর নেমে এসেছে অন্ধকারের কালো ছায়া। গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। আর সেই জন্যই দুজনে বর্তমানে রয়েছে প্রেসিডেন্সির জেল এবং আলিপুর মহিলা সংশোধনাগারে। গ্রেফতার হওয়ার পর তৃণমূল কংগ্রেস দলের বিভিন্ন সদস্যরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন নিজেদের দিক থেকে। এবারে মুখ খুললেন অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় কে নিয়ে সাড়া সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল এবং সমালোচনা করা হচ্ছে। আর এই বিষয়তেই বেশ রেগে গিয়েছেন চিরঞ্জিত। সম্প্রতি এক মহিলার জুতো ছোড়া নিয়ে কটাক্ষ করেছেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়। তিনি বলেছেন মানুষের কাছ থেকে এই ধরনের ব্যবহার আশা করা যায় না সত্যি। অভিনেতা জানিয়েছেন “এখনো কিন্তু দোষ প্রমাণ হয়নি। তার আগেই এ ধরণের ঘটনা একেবারেই উচিত নয়। মনকে কষ্ট দেয়। কাল যদি আমাকে কোনো কারণে ধরে নিয়ে যায়, আমি তো জানি আমি কী করেছি না করেছি। তাই সেক্ষেত্রে এটা অন‍্যায়।”

এর আগেও পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর বিস্ফোরক মন্তব্য করেছিলেন চিরঞ্জিত চট্টোপাধ্যায়। মানুষের এরকম ব্যবহারে তিনি সত্যি স্তম্ভিত। তিনি বলেন মানুষ যা পড়বে তাই তো বিশ্বাস করবে। বিরোধীদলরা নানান ধরনের মন্তব্য করছে এখন। কিন্তু সেখান থেকেই অনেক অপরাধী বেরিয়ে আসবে পরবর্তীকালে। পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি সভা ছিল তাঁর। তিনি বারবার ইঙ্গিত করছেন বিজেপির ষড়যন্ত্র থাকতে পারে এই ঘটনার পেছনে।

Related Articles

Back to top button