সিনেমা

বয়সের পার্থক্য ভুলে কাছাকাছি আসছে ‘নোলক-অরিন্দম’! স্ত্রীর স্বীকৃতি দিতে আজ থেকে নোলকের সাথেই একঘরে শোবে অরিন্দম!

অসম বয়সী প্রেমের সম্পর্ক নিয়ে শুরু হয়ে ছিলো ধারাবাহিক ‘গোধূলি আলাপ’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র অর্থাৎ দুঁদে উকিলের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল কৌশিক সেনকে, অন্যদিকে অভিনেত্রী নোলকের ভূমিকায় দেখা গিয়েছিলো সোমু সরকারকে। এই ধারাবাহিকে কিছুদিন আগে দেখা যাচ্ছিলো যে, নোলক জেনে গিয়েছে যে পরিস্থিতির কারণে একরকম বাধ্য হয়েই অরিন্দম বিয়ে করেছে তাকে।

আরও পড়ুন: হিট হয়না সিনেমা, কমেছে আয়, তবু ঠাঁটবাট বজায় রাখতে লোন নিয়ে বাড়ি গাড়ি কিনছেন অজয় দেবগণ! ঋনের পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনার

প্রবল আত্মসম্মানী মেয়ে নোলক এরপর অরিন্দম কে সুখী করার জন্য এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চায়। সে বলে সে এই সম্পর্ক শেষ করে দেবে, অরিন্দমের গলার কাঁটা সে হবে না। অন্যদিকে অরিন্দম বলে যে, সে নোলককে বিয়ে করেছে রক্ষা করার জন্যে। তখনই নোলক তার স্বামী অর্থাৎ তার উকিলবাবুর দিকে প্রশ্ন ছুঁড়ে দেয় যে, ‘বিয়ে করার অর্থ কি শুধুই স্ত্রীকে রক্ষা করা?’ নোলকের এই কথা শুনে নোলকের সাথে এক ঘরে থাকার প্রস্তাব মেনে নেয় অরিন্দম। যদিও নোলকের মনে এই নিয়ে সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও দেখা গেছে যেখানে দেখা যাচ্ছে যে, নোলকের মনের এই প্রশ্নটিই সে অরিন্দম কে করেছে।

সম্প্রতি গোধূলি আলাপে দেখা যাচ্ছে আবার কাছাকাছি এসেছে নোলক অরিন্দম। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, অরিন্দম নোলককে ডেকে এনেছে, তারপর ঘরে এনে বলছে, বসো। নোলক বলে, আমি বসবো না। অরিন্দম বলে, বসবে না মানে কি বসো শুধু শুধু পা টাকে এরকম! ডাকবে তো একবার। অন্ধকারে বসে আছে।

আরও পড়ুন: গান গাইতে গাইতে স্টেজে লুটিয়ে পড়ে মৃত্যু ভারতের বিখ্যাত গায়কের! ভাইরাল শেষ মুহূর্তের মর্মান্তিক ভিডিও

এরপর দেখা যায় নোলকের পায়ে আঘাত লেগেছে আর তাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে উকিল বাবু অরিন্দম। নোলক যদিও তাকে ওষুধ লাগাতে দিচ্ছে না, পা সরিয়ে নিয়ে বলছে,“ এ কি করছেন উকিল বাবু, আপনি আমার স্বামী, আমার গুরুজন” এইকথা শুনে উকিল বাবু অরিন্দম নোলককে ধমক দিয়ে থামিয়ে দিচ্ছেন, বলছেন, “শার্ট আপ এই সব গুরুজন টুরুজন কোন বিষয় না। একজনের পায়ে চোট লেগেছে মলম লাগাবো।” তারপর দেখা যায় নোলকের মানা সত্ত্বেও নোলকের পায়ে ওষুধ লাগিয়ে দেয় অরিন্দম।

এরপর নোলক অরিন্দমকে বলে যে, উকিল বাবু একটা কথা বলবো? অরিন্দম বলে যে, বলতে কিন্তু উল্টোপাল্টা কথা বললে রেগে যাব। এরপর দেখা যায় অরিন্দমকে নোলক জিজ্ঞেস করে, “আপনি কি সত্যি সত্যিই আজ থেকে এ ঘরে শোবেন?” অরিন্দম তখন মনে মনে বলে ওঠে,“সবার সামনে যখন কথা দিয়েছি তখন হ্যাঁ থাকবো।” চুপ থাকে অরিন্দম। নোলক বলে, “রাগ করলে বুঝি?” এরপর কোন দিকে মোড় নেবে এই সম্পর্ক? জানতে হলে দেখতে হবে গোধূলি আলাপ।

Related Articles

Back to top button