সিনেমা

ছবির সাথে সাথে প্রচারেও অভিনবত্বের ছোঁয়া! সাতসকালে ‘কিসমিস’এর গোটা টিম নিয়ে মেট্রো সফর করে প্রচার চালালেন অভিনেতা দেব

রবিবারের সকাল মানেই শহর কলকাতা জুড়ে ছুটির আমেজ চলছে। সেই ছুটির দিনে ঘুম ঘুম চোখ নিয়ে মেট্রোতে সকাল সকাল উঠেই আরেক চমকের মুখোমুখি হলো কলকাতা বাসী! একেই ছুটির দিন তার ওপর বাড়তি পাওনা বলা যায়। মেট্রো সফরে অভিনেতা দেব যে ! সাথে আবার রুক্মিণী! আরে না না আরও আছে পুরো ছবির টিম সাথে নিয়ে মেট্রো তে উঠে পড়েছেন। দেখে তো চোখ ছানাবড়া হওয়ার জোগাড়। ছুটির দিনের মেজাজটা আরও একটু বেশিই চাঙ্গা হয়ে গেলো যাত্রীদের।

আরও পড়ুন: চলতি বছর আয়ুষ্মান ভক্তদের জন্য শুভ হতে চলেছে, এই বছরেই পরপর কয়েকটি ভিন্ন স্বাদের ছবি নিয়ে হাজির হবেন অভিনেতা আয়ুষ্মান খুরানা

আসল রহস্য হলো চলতি মাসেই দেব – রুক্মিণী অভিনীত ছবি’ কিশমিশ ‘ মুক্তি পেতে চলেছে সমস্ত প্রেক্ষাগৃহে। সেই ছবির প্রচারে কিছুটা অভিনবত্ব আনতেই এমন প্রচারাভিযান টিমের পক্ষ থেকে। বেশ নতুনত্ব আছে , বলুন? সত্যিই সময়ের সাথে সাথে ছবির প্রচারেও আসছে এক নতুনত্বের ছোঁয়া। গোটা টিম’ কিশমিশ’ উঠে মেট্রোতে সকালটা একেবারে জমিয়ে দিলেন। মেট্রো তে জমিয়ে আড্ডা সাথে চললো দেদার নাচ গান। ছবির গানের সাথে গলা মেলানোর সাথে সাথে সমস্ত দর্শকদের অনুরোধ করেছেন অভিনেতা হলে গিয়ে ছবি দেখে আসতে।

রবিবারের সকালে ছবির প্রচারের যে দৃশ্য দেখা গেলো শহরের বুকে এই চিন্তা ভাবনা কিন্তু একেবারে আলাদা , অভিনব সচরাচর এই দৃশ্য মানুষ আগে দেখেনি। তবে রিয়েলিটি শো থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ছবির প্রমোশনে আজকাল নানা নতুনত্বের ছোঁয়া দেখা যায়। যতই হোক ছবির যাঁরা দেখবেন অর্থাৎ দর্শকদের দৃষ্টি আকর্ষন করাটা খুব জরুরী। তাই তো দেবের তাঁর অনুরাগীদের জন্য এমন অভিনব চিন্তা ভাবনা।

আরও পড়ুন: হেয়ার কালার ব্র্যান্ডের র‍্যাম্পে হাজির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, স্টাইলিস্ট লুকে মাতিয়ে দিলেন শো এর মঞ্চ!

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে’ কিশমিশ ‘এর সম্পূর্ণ টিম নিয়ে উঠে পড়েন অভিনেতা দেব। তবে নিজে পরে আবার ফেসবুক লাইভে এসে কলকাতার বুকে এই মেট্রো সফরের কথা তুলে ধরেন। ছবির প্রযোজক অভিনেত্রী এনা সাহা ও উপস্থিত ছিলেন এইদিনের সফরে। ছবির অভিনেতা অভিনেত্রী অর্থাৎ দেব – রুক্মিণী আবার দুজনে মানানসই করে একই জামাও পরেছিলেন। প্রসঙ্গত বলা যায়, কিশমিশ এক প্রথাভাঙা গল্প তুলে ধরবে দর্শকদের সামনে। যেখানে নতুন প্রজন্মের কাছে ভালোবাসার এক নতুন দিক উন্মোচন করা হবে। ছবি কতটা সাড়া জাগাতে পারবে তা সময় বলবে।

Related Articles

Back to top button