অভিষেকের জন্মদিনে ফের প্রয়াত অভিনেতার উদ্যেশ্যে আবেগপ্রবন পোস্ট স্ত্রী সংযুক্তার! চোখ ভিজলো নেটিজেনদের

দেখতে দেখতে অতিক্রান্ত এক মাসের অধিক সময়। টলিউডের কার্তিকের হঠাৎ প্রয়াণ স্তব্ধ করে দিয়েছিল সারা টলিউড জগৎকে। সেইসঙ্গে অনুরাগীরা শোকে একেবারে বিহ্বল হয়ে পড়েছিলেন। একসময়ের টলিউডের একজন দাপুটে অভিনেতা ছিলেন , একের পর এক সুপারহিট ছবি করে গিয়েছেন তিনি। যদিও তারপর দীর্ঘ বছর বড়ো পর্দার সাথে সম্পর্ক ছিন্ন যদিও অভিনেতার মতে তার পেছনে যথেষ্ট কারণ অবশ্য ছিল। তারপর ফের বাংলা ধারাবাহিকের মাধ্যমে অভিনেতা তাঁর অনুরাগীদের কাছে ফিরে আসার সুযোগ পেয়েছিলেন। খড়কুটো ধারাবাহিকে অভিনয় করছিলেন অভিনেতা তারপর হঠাৎ বিপত্তি। মৃত্যুর দু দিন আগে স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো ইসমার্ট জোড়ির মঞ্চেও সস্ত্রীক হাজির হয়েছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তারপর হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার।
অভিনেতার মৃত্যুর পর প্রায় সমস্ত সহ কর্মীরা সমবেদনা জানিয়ে পাশে থেকেছেন পরিবারের তবে বহু বিতর্কের সূত্রপাত হয়েছিল অভিনেতার প্রয়াণের পর থেকেই। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একাধিক আগের ভিডিও ঘোরাফেরা করতে দেখা যায় যেখানে অপুর সংসার নামের একটি শোতে হাজির হয়েছিলেন অভিষেক এবং অকপটে কিছু সত্যি কথা সামনে এনেছিলেন। যেখানে তিনি জানিয়েছেন, টলিউড জগতে কিভাবে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাঁকে একসাথে ২২ টি ছবি থেকে বাতিল করে দেওয়া হয়েছিল। তবে অভিনয় যাঁদের বিরুদ্ধে ছিল তাঁরা সিনেমা জগতের দুজন প্রথম সারির অভিনেতা অভিনেত্রী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।
তবে অভিনেতার প্রয়াণের পরও বিতর্ক পিছু ছাড়েনি। তবে সব জবাব দিয়েছেন অভিনেতার স্ত্রী সংযুক্তা। তিনি একেবারে সংবাদমাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। অভিনেতার প্রয়াণের পর থেকে প্রয়াত স্বামীর স্মৃতি নিয়ে মেয়ে ডল কে মানুষ করার স্বপ্ন নিয়েই এগিয়ে যাচ্ছেন সংযুক্তা। তিনি সোশ্যাল মিডিয়ায় তারপর থেকেই অভিনেতার সাথে আগে কাটানো নানা মুহূর্তের ছবিও শেয়ার করে আবেগে ভেসেছেন। তবে এবার প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর জন্মদিনের দিনে এমন একটি পোস্ট করলেন যা ফের উসকে দিল অভিনেতার স্মৃতি। পোস্ট দেখে আবেগ প্রবন হয়েছেন অধিকাংশ অনুরাগীরা।
স্ত্রী সংযুক্তা এইদিন অভিনেতার জন্মদিনে দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে একটি ছবিতে অভিনয় জীবিতকালে স্ত্রীর হাত থেকে কেক খাচ্ছেন অন্যটিতে আদরের মেয়ে ডলের থেকে কেক খাচ্ছেন। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে এমন একজন পুরুষের যিনি একজনের প্রতি অনুরক্ত এবং এরকম একজন যত্নশীল বাবা সব মেয়েই চায়। যা তুমি ছিলে। আমি তোমায় সারাজীবন ভালোবেসে যাবো। ভালোবাসা কোনোদিন আমাদের দূরে সরিয়ে রাখতে পারবে না।” এই আবেগপ্রবণ পোস্ট করে অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।