এবার সালমান খান কে টক্কর দেবে সুপারস্টার অঙ্কুশ! টলিউডের সাথে বলিউডের আবারো মুখোমুখি লড়াই! ঈদের মতো শুভ দিনে মুক্তি পাচ্ছে সিনেমা, সালমান খান ও অঙ্কুশের লড়াইয়ে মজেছে দর্শক

টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনেতাকে চেনেন না এমন দর্শক হয়তো নেই বললেই চলে। এবার অভিনেতাকে দেখা যাবে নতুন রূপে, নতুন আঙ্গিকে। বহুদিন ধরেই জল্পনা চলছিল যে অভিনেতা অঙ্কুশ নাকি এবার খুলতে চলেছেন নিজের প্রযোজনা সংস্থা। আর তিনি তাঁর অ্যানাউন্সমেন্ট করবেন ১৫ই আগস্ট এর মত শুভ একটি দিনে। গতকাল এর অ্যানাউন্সমেন্ট করে ফেলেছেন অভিনেতা তথা বর্তমানে প্রযোজক অঙ্কুশ হাজরা। স্বাধীনতা দিবসেই তিনি প্রকাশ্যে আনলেন তাঁর প্রযোজিত প্রথম ছবি মির্জার ফার্স্ট লুক। “নেক্সজেন ভেঞ্চার” নামক একটি সংস্থা অঙ্কুশের সাথে যৌথ প্রযোজনায় ছিলেন। সুমিত – সাহিল ছবিটি পরিচালনা করেছেন বলে জানা যায়।
১৫ ই আগস্ট এর দিন অভিনেতা জানান এই অ্যানাউন্সমেন্টটি তাঁর কাছে খুব স্পেশাল। গত ১২ বছর ধরে দর্শকদের ভালোবাসা না পেলে এটা হয়তো আজকে সম্ভব হতো না। এইদিন সকলের প্রতি ভালোবাসা জানান এবং বলেন পরবর্তীকালে তিনি আরো ভালো কাজ করার আশ্বাস দিচ্ছেন। এরপরই তিনি অ্যানাউন্স করেন তাঁর প্রথম প্রযোজিত সিনেমার। এদিন নিজের প্রথম প্রযোজিত সিনেমা দর্শকের সামনে এনে অভিনেতা লেখেন, “Be the change that we wish to see in the world- কথাটা গান্ধীজির, শুনেছে সবাই, কিন্তু মেনেছি শুধু আমি, মির্জা (Mirza)”। ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ইদে।
আবার ওই একই দিনে মুক্তি পেতে চলেছে বলিউডের ভাইজান সালমানের একটি সিনেমা। ক্যাটরিনা কাইফ সালমান অভিনীত “টাইগার ৩”। ভাইজান অভিনীত আরো একটি সিনেমা “এক থা টাইগার” এর দশম বর্ষপূর্তির দিন ফ্রাঞ্চাইজি তৃতীয় সিনেমা মুক্তির কথা ঘোষণা করেন অভিনেতা। এই দিন সিনেমার ভিডিও আপলোড করে অভিনেতা জানান আগামী বছর ২১শে এপ্রিল মুক্তি পেতে চলেছে “টাইগার ৩”। ভিডিও আপলোড করে অভিনেতা লেখেন, ” “এক থা টাইগার” এর ১০ বছর পূর্ণ হল। তবে পথচলা থামেনি। বরং নয়া যাত্রা শুরু হতে চলেছে। টাইগার ৩ এর জন্য তৈরি থাকুন। ২০২৩ সালের ঈদে (২১ এপ্রিল) হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। তৈরি থাকুন। ক্যাটের বিয়ের পর সলমানের সঙ্গে ফের তাঁর অনস্ক্রিন কেমিষ্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।”
একই দিনে টলিউড ও বলিউডের দুটি অ্যাকশন প্যাক সিনেমা রিলিজ হওয়া নিয়ে রয়েছে বেশ উত্তেজনা। কোন সিনেমা এগিয়ে থাকে এই চরম উত্তেজনা তো রয়েছেই। তারই সাথে রয়েছে আরও একটি দেখার বিষয়। টলিউডের অভিনেতা অঙ্কুশ এর আগে প্রযোজনার কাজে নাম লিখিয়েছেন প্রসেনজিৎ, জিৎ এবং দেব। এই তিনজনের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছে দেবের প্রযোজনা সংস্থা এটি বলাই বাহুল্য। এবার শুধু এটাই দেখার যে প্রযোজক হিসেবে ঠিক কেমন কাজ করবেন অভিনেতা