চলতি বছর আয়ুষ্মান ভক্তদের জন্য শুভ হতে চলেছে, এই বছরেই পরপর কয়েকটি ভিন্ন স্বাদের ছবি নিয়ে হাজির হবেন অভিনেতা আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানার ছবি মানেই এক নতুন দিকের নতুন ঘরানার উন্মোচন যেখানে তিনি প্রায় সবাইকে টপকে যান। আধুনিক মতামত, বিচক্ষণ দৃষ্টি , সঠিক চিন্তা ভাবনার মাধ্যমে তিনি সমাজের প্রতিটি সত্যের উদঘাটন করে গেছেন সেইসঙ্গে দর্শকদের মনের খুব কাছে পৌঁছে গিয়েছেন নতুন নতুন দিকের আবিষ্কারের মাধ্যমে। ভিন্নধর্মী বিষয়ের সাথে সাথে চরিত্রের বৈচিত্র্যতা মানেই আয়ুষ্মান খুরানা। বহুক্ষেত্রে অভিনেতা হিসেবে আদর্শ কেমন হবে সেক্ষেত্রে লোকে তাঁর নাম টেনে এনে উদাহরণ দিতেও দেখা যায় আর এর থেকেই প্রমাণিত হয় একজন অভিনেতা হিসেবে তিনি কতোটা সফলতা লাভ করেছেন তাঁর অনুরাগীদের কাছে।
২০২২ সাল অর্থাৎ চলতি বছর তাই আয়ুষ্মান অনুরাগীদের কাছে খুব শুভ বছর কারণ একের পর এক ভিন্ন স্বাদের ছবি নিয়ে বড়ো পর্দায় চমক দিতে হাজির হবেন অভিনেতা। ইতিমধ্যেই অভিনেতা পরপর তিনটি ছবির কাজ শেষ করে ফেলেছেন যে ছবি গুলি একের পর এক রিলিজ হতে চলেছে সিনেমার পর্দায়। একসাথে এতগুলো ছবি অভিনয় করার কারণে রীতিমতো ব্যস্ততার মধ্যে কাটলেও ছবি নিয়ে খুব উচ্ছাস প্রকাশ করেছেন তিনি। চলতি বছরের মে মাসে অনুভব সিনহা পরিচালিত ‘অনেক’ ছবিতে দেখা যাবে আয়ুষ্মানকে, তারপরেই আবার জুন মাসের ধামাকা নিয়ে আসতে চলেছে অনুভূতি কাশ্যপ পরিচালিত ‘ডক্টর জি’ ছবি, এখানেই শেষ নয় ফের কিছুদিন পরেই অনিরুদ্ধ আয়ারের ‘অ্যাকশন হিরো’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে। এতগুলো ছবিতে কাজ করে বেশ খুশি অভিনেতা। তাঁর কথায় তিনি বরাবর একটু অন্যরকম ভিন্ন চরিত্রে কাজ করার চেষ্টাই করেছেন, একটু প্রচলিত টপিকের বাইরে তিনি কাজ করার ইচ্ছে প্রকাশ সবদিনই করে এসেছে। তিনি আশাবাদী এই প্রত্যেকটি ছবি, দর্শকের কাছে এই বছরের সেরা উপস্থাপনা হতে চলেছে।
ছবির থিম নিয়ে বলতে গেলে , প্রথম ছবি অর্থাৎ ‘অনেক’ ছবিটি একটি স্পাই থ্রিলার এর ওপর নির্ভর করে ঘটনাবলী এগিয়ে যাবে। যোশুয়া নাম হয়েছে অভিনেতার এই ছবিতে। তিনটি ছবির মধ্যে এই ছবিটিই প্রথম রিলিজ করতে চলেছে। ছবি সম্পর্কে তিনি জানিয়েছেন, ছবিটি তাঁর খুব প্রিয় একটি ছবি যেখানে প্রত্যক্ষ ভাবে দেশাত্মবোধ নয় একেবারে অন্যভাবে চেনানো হয়েছে দেশ প্রেমের বার্তাকে। সমস্ত সাম্প্রদায়িক বিবাদ ভুলে কিভাবে প্রতিটি ক্ষেত্রে মানুষের মধ্যে নিজেকে ভারতীয় বলে চেনানোর এক আকাঙ্ক্ষা জাগবে তাই এই ছবিতে দেখানো হয়েছে।
‘ডক্টর জি’ নামের ছবিটির মাধ্যমে একটি খুব দরকারি ইস্যুকে তুলে ধরা হয়েছে। অভিনেতার কথায় এই ছবি যেনো তাঁর নিজের ব্যক্তিত্ব তৈরি করেছে। তৃতীয় ছবি ‘ অ্যাকশন হিরো ‘ তে অ্যাকশন রোলে পাওয়া যাবে অভিনেতাকে। যা একদম অন্য ধারার ছবি অভিনেতা প্রথম এই ধরনের ছবিতে অভিনয় করতে চলেছেন। এককথায় বলতে গেলে, চলতি বছরে একের পর এক নতুন ভিন্ন ধারার ছবিতে দর্শকদের মাতিয়ে রাখবেন আয়ুষ্মান খুরানা।