“চাঁদের পাহাড়, আমাজন অভিযান এর মত বড় বাজেটের সিনেমা থেকেও পারিশ্রমিক নিইনি” – সিনেমার পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বর্তমান মহানায়ক পুরস্কারপ্রাপ্ত অভিনেতা দেব

টলিউডের জনপ্রিয় দুই অভিনেতা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং দেব। এই দুই অভিনেতা কে একসাথে এক স্ক্রিনে দেখতে দর্শক বেশ মুখিয়ে ছিলেন। আর দর্শকের এই অনেক দিনের চাহিদা মেটাতে এক স্ক্রিনে ধরা দিয়েছেন দুই অভিনেতা। এর আগেও অনেকবারই এক পর্দায় কাজ করেছেন। তবে এবার আবারো একবার আসতে চলেছে এক স্ক্রিনে তাঁদের দুজনের কাজ। সম্প্রতি মুক্তি পেল দুই অভিনেতা অভিনেতা সিনেমা “কাছের মানুষ” এর ট্রেলার। বাংলার প্রচুর মানুষ ইতিমধ্যে ট্রেলারটিকে থেকে বেশ পছন্দ করেছেন।
কাছের মানুষ এই সিনেমাটির পরিচালক হলেন পথিকৃৎ বসু। নতুন ধাঁচের নতুন সাধের নিত্য নতুন সিনেমা আনছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস। সম্প্রতি সিনেমার প্রমোশনের জন্য বেশ কয়েকটি ভিডিও পোস্ট হয়েছে এই প্রযোজনা সংস্থার তরফে। এবার দুই অভিনেতাকে একসাথে পাওয়া গিয়েছিল এক সাক্ষাৎকারে।
সেখানে সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে অভিনেতা দেব বলেন, “অনেকগুলি ছবিতে আমি ফ্রিতে কাজ করেছি, আমরা যখন চাঁদের পাহাড় ছবির বাজেটিং নিয়ে বসেছিলাম তখন দেখলাম আমি যদি আমার পারিশ্রমিক নিই তাহলে এই ছবিটি হবে না। এছাড়াও অ্যামাজন অভিযান আছে। টনিক এই ধরনের ছবি করতে গিয়ে তো আমি পার্টনার হয়ে গিয়েছে।” এরমধ্যেই প্রসেনজিৎ বলে ওঠেন “বুদ্ধদেব দাশগুপ্ত আমায় বলেছিলেন তোমার একটা গামছা দেবো কিনে”। এছাড়াও প্রসেনজিৎ বলেন তারা যখন দেখেন কোন পরিচালকের সিনেমা দাঁড়াতে পারছে না তখন তাঁরা সেই পরিচালকের পাশে দাঁড়িয়ে তাঁদেরকে নিয়ে নতুন সিনেমা বানান। অভিনেতা দেব বলে ওঠেন তিনিও অনেক পরিচালকের পাশে দাঁড়িয়েছেন।