সিনেমা

নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর পর এবার বাঘাযতীন অবতারে দেব! নতুন লুকে, নতুন চরিত্রে দর্শকের সামনে আসতে চলেছেন জনপ্রিয় অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী

টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা দেব। বেশ কয়েক বছর ধরে একের পর এক হিটস দিচ্ছেন দর্শকদের। তাকে এখন টলিউডের প্রথম শ্রেণীর অভিনেতাদের মধ্যে ফেলা হয়। অন্য অনেক অভিনেতার থেকে নতুন ধরনের কাজ করেন তিনি। টলিউডকে সামাজিক কনটেন্ট উপহার দিচ্ছেন অভিনেতা। “মহানায়ক” পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা এবার নতুন চরিত্রে আসতে চলেছেন দর্শকের সামনে।

সম্প্রতি জানা গেছে, দেব অনুশীলন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা তথা স্বাধীনতা সংগ্রামী “বাঘা যতীন” ওরফে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এর চরিত্রে দর্শকের সামনে ধরা দিতে চলেছেন। যদিও সেই সিনেমা সম্পর্কে এখনো মুখ খোলেননি অভিনেতা। তবে বাঘা যতীনের লুক সেটআপ করার জন্য কড়া গোপনীয়তা অবলম্বন করেছেন অভিনেতা। কোন স্টুডিও ফ্লোরে এর কোন কাজ করতে রাজি ছিলেন না তিনি। নিজের সাউথ সিটির ফ্ল্যাটেই অস্থায়ী স্টুডিও বানিয়ে নিয়েছিলেন। সেখানেই গতকাল শুটের কাজ শুরু করেছেন অভিনেতা।

জানা যাচ্ছে সেখানেই খাটো ধুতি, সবুজ কুর্তা, কোমরে চওড়া বেল্ট এ ছাড়াও আরো অন্যান্য মেকাপের মাধ্যমে বাঘা যতীন হয়ে উঠেছেন দেব। বাঘা যতীন রূপে দেবের সম্পূর্ণ মেকাপের দায়িত্ব নিয়েছেন দেবের বহুদিন পুরোনো সহকর্মী তথা জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডু। এর আগেও অভিনেতা “গোলন্দাজ” সিনেমার মাধ্যমে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করেছেন। সম্ভবত এর পর থেকেই অভিনেতার ঐতিহাসিক চরিত্র সম্পর্কে আরো অনেক বেশি আগ্রহ তৈরি হয়। প্রসঙ্গত তিনি নিজের প্রোডাকশনের মাধ্যমে অনেক ভালো ভালো কনটেন্ট উপহার দিচ্ছেন দর্শন। তবে কি এই নতুন সিনেমা যেটি আসতে চলেছে সেটাও তার প্রোডাকশনের? যদিও সেই সিনেমার নাম কি? অথবা কে পরিচালক? অথবা কারা কারা অভিনয় করছেন? কোন কিছু সম্পর্কেই এখনো পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।

Related Articles

Back to top button