সিনেমা

এত বড়ো অভিনেতা হয়েও সাধারণ ইলেকট্রিক বিলে প্রতারণা হয়ে ২ লক্ষ টাকা খোয়ালেন অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়

দিনে দিনে বেরিয়ে চলেছে সাইবার ক্রাইম এর সংখ্যা চারিদিকে এখন প্রচুর প্রচুর সাইবারক্রাইমের সংখ্যা বেড়ে গিয়েছে। বর্তমানে আপনার একটা ভুল পদক্ষেপ আপনাকে সাইবার ক্রাইম এর ফাঁদে ফেলতে পারে। এবার সেরকমই এক সাইবার ক্রাইমের ফাঁদে পড়লেন জনপ্রিয় অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। একটি ভুয়া লিংকে ক্লিক করা মাত্রই সাইবার ক্রাইম-এর ফাঁদে পড়লেন তিনি। ইলেকট্রিক বিল দেওয়ার লিঙ্গে ক্লিক করে দু লক্ষ টাকা হাওয়া হারালেন অভিনেতা। ইতিমধ্যেই এই নিয়ে লালবাজার থানা এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে অভিযোগ জানিয়েছেন তিনি।

জী ২৪ ঘন্টা সাক্ষাৎকারে অভিনেতার ছেলের ঋতব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন ‘ঘটনাটি ঘটেছে ১৩ জুন। সোমবার সকাল ৯টা নাগাদ, আমি আর বাবা দুজনেই শুটিংয়ে বেরনোর জন্য তাড়াহুড়ো করছিলাম। সেসময় সিইএসসি-র হয়ে একজন ফোন করেছিল। বাবা শুটিংয়ে বেরনোর জন্য তাড়াহুড়ো করছিল। তখনই ফোনে বলে যে,আমাদের ফাইনের কিছু টাকা বাকি। এটা হতে পারে কারণ আমি আর বাবা দুজনেই মে মাসে লন্ডনে শুটে ছিলাম। তাই একটু দেরি হয়েছিল। ফাইনটা দিয়ে দিন না হলে কানেকশন কেটে যেতে পারে। তখনই ঐ লিঙ্কটা বাবা খোলে।

প্রথমে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ট্রানসাকশন করতে গেলে ওরা আটকে দেয়। এরপর এসবিআই থেকে টাকা তুলে নেয়। যেহেতু একসঙ্গে ২ লক্ষ টাকা তোলে, এরপর আনইউসুয়াল ট্রানজাকশন বলে এসবিআই ব্লক করে দেয়। কিন্তু ২ লক্ষ টাকা চলে গেছে ততক্ষণে। আমরা কখনও একসঙ্গে ২ লক্ষ টাকা একসঙ্গে তুলি না। এরপর বাবা সরশুনা থানায় এফআইআর করে। তারপর লালবাজারে গেছে। পুলিস ২১ দিন সময় চেয়েছে। এখন দেখছি ঘন ঘন ইলেকট্রিক বিল নিয়ে প্রতারণার শিকার হচ্ছে। অনেকেই অভিযোগ জানাচ্ছে। আশা রাখছি, কিছু একটা সলিউশন পাওয়া যাবে।’

বর্তমানে বারবার সাধারণ মানুষকে এই একটাই সতর্কবার্তা দেওয়া হয় যাতে কোনরকম কোন অপরিচিত লিংকে ভুল করে ক্লিক না করে ফেলে। ক্লিক করা মাত্রই আপনি সাইবার ক্রাইমের ফাঁদে পড়তে পারেন। আর তার বদলে আপনাকে বিরাট বড় অংকে খেসারত দিতে হতে পারে।

Related Articles

Back to top button