সিনেমা

ফেলুদা চরিত্রে অভিনয় করে একাধিক সমালোচনা এবং কটাক্ষের শিকার অভিনেতা টোটা রায় চৌধুরী, নিন্দুকদের মুখের ওপর যোগ্য জবাব দিলেন অভিনেতা

চলচ্চিত্র জগতে নতুন ফেলুদা, টোটা রায় চৌধুরী। হইচই এর মুক্তি পাওয়া সৃজিত মুখোপাধ্যায় এর নতুন ওয়েব সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি: দার্জিলিং জমজমাট’। এখানে টোটা রায়চৌধুরী কে নতুন ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। তবে টোটা কে অনেকেই ফেলুদার চরিত্রে মেনে নিতে পারছেন না। অধিকাংশ নেটিজেনদের দাবি প্রদোষ মিত্রের লুকের সঙ্গে টোটা রায়চৌধুরীর লুক একেবারেই মানানসই হয়নি। যার ফলে সোশ্যাল মিডিয়ায় অভিনেতাকে নিয়ে একাধিক ট্রোল এবং মন্তব্য হয়েছে।

এবার টোটা সমস্ত মন্তব্য এবং সমালোচনার যোগ্য জবাব দিলেন। টোটা রায়চৌধুরী নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে প্রশংসক এবং নিন্দুক দুই পক্ষের জন্যই একটি বার্তা শেয়ার করলেন অভিনেতা। ফেলুদা চরিত্রে টোটা রায়চৌধুরী প্রশংসার থেকে বেশি লাঞ্ছনায় পেয়েছেন একাধিক দর্শক ফেলুদা চরিত্রে তাকে একেবারে মেনে নিতে পারেনি। তাদের উদ্দেশ্যে টোটা লিখেছেন ‘আমি নিজে যতবারই অনুরোধ বা বিনতি করি না কেন যে সৌমিত্রবাবু বা সব্যসাচীবাবু হিমালয় সম, ওনাদের সাথে আমার তুলনা করা আর সৌরভ বা ধোনির সঙ্গে ক্যাম্বিস বলের পাড়ার ক্রিকেটারের তুলনা করা, একই পর্যায়ের, তাই দয়া করে তুলনা টানবেন না।

কিন্তু তারপরেও কিছু বাস্তবধর্মিতা বিসর্জন দেওয়া মানুষ তুলনা টানবেনই কারণ মানুষকে ছোট করে যে অনাবিল আনন্দ আরোহণ করা যায় এবং নিজের ক্ষুদ্রতা থেকে যে ক্ষণিকের মুক্তি পাওয়া যায় তা থেকে কিছু মানুষ কেন নিজেদের বঞ্চিত করবেন! তাই বারবার তুলনা টানা এবং ট্রোল করে পৈশাচিক আনন্দে লিপ্ত হওয়া। তা বেশ। এটাও তো একপ্রকার বিনোদন।’

উল্লেখ্য সত্যজিৎ রায় যেভাবে ফেলুদা চরিত্রটিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন ঠিক সেভাবেই যথাসাধ্য ভাবে নিজের বেস্ট টা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছেন টোটা রায় চৌধুরী। তবে এক্ষেত্রে শুধু টোটা নয় পাশাপাশি ওয়েব সিরিজের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় কেও একাধিক সমালোচনার শিকার হতে হয়েছে। পরিচালকের পাশে দাঁড়িয়ে টোটা জানিয়েছেন সৃজিতের কাজ যদি আপনাদের এতটাই খারাপ লেগে থাকে তাহলে দেখছেন কেন? বলিউডের বিভিন্ন অভিনেতারা দাবি করেছেন, টলিউডের মধ‍্যে থেকে শুধু সৃজিতের কাজই তারা চেনেন। সবশেষে মিষ্টি কথায় টোটার স্পষ্ট উত্তর নিন্দুকদের, পোষালে ভাল নয়তো…

Related Articles

Back to top button