রাজামৌলির ছবি ‘আরআরআর’, কে ছাপিয়ে রেকর্ড গড়লো কোন ছবি! রইলো সেই রহস্যের উন্মোচন

অগ্রিম টিকিট বুকিং এর ক্ষেত্রে বক্স অফিসে রেকর্ড ভাবে এতদিন যে ছবি দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল , তা রাজামৌলির ‘আরআরআর।’ কিন্তু এবার সেই রেকর্ড ছাপিয়ে অন্য আর একটি দক্ষিণী ছবি রেকর্ড গড়ে ফেলেছে! জানতে ইচ্ছে করছে তো কি সেই ছবি এত বড় রেকর্ড ভেঙে ফেলতে পারে! দেশের মধ্যে নয় দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে রেকর্ড তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই, দক্ষিণের ছবি,’ কেজিএফ চ্যাপ্টার ২’। ছবি এখনও পর্যন্ত মুক্তি পায়নি তার আগেই দর্শকদের মধ্যে প্রবল উচ্ছাস দেখা গিয়েছে আগত ছবির মুক্তি নিয়ে।
ভারতের বাইরে অন্যান্য দেশেও ইতিমধ্যেই ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। যশ, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন অভিনীত ‘কেজিএফ চ্যাপ্টার ২’ আগামী ১৪ এপ্রিল সারা বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলেছে। ছবির প্রায় এক সপ্তাহ আগে থেকে ৭ এপ্রিল থেকে বিশ্বের নানান দেশ, ভারত, আমেরিকা, ইতালি, গ্রিস প্রায় সব দেশেই শুরু করে অগ্রিম টিকিট বুকিং। নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে টিকিট।
একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, হিন্দি বলয়ের মধ্যে ১.০৭ লাখ টাকার টিকিট ১২ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। আর তাতেই আন্দাজ করা যাচ্ছে ছবি আগামীদিনে কতোটা সুপারহিট হতে চলেছে। ছবিকে এত সুপারহিট মনে করার পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে, আঞ্চলিক নববর্ষের সময়কালে যখন এই ছবি মুক্তি পাবে সেই সময় দক্ষিণের আরও একটি ছবি, বিজয় অভিনীত’, বিস্ট ‘এবং শাহিদ অভিনীত রিমেক ছবি ‘জার্সি ‘মুক্তি পেতে চলেছে। গত ২৫ মার্চ তারিখে আরআরআর মুক্তি পাওয়ার সময় সেরকম ভাবে কোনো প্রতিদ্বন্দ্বী ছবি মুক্তি পায়নি যেখানে ৩৭৮৮ টি শো দিয়ে শুরু হয়েছিল ছবি।
আরও পড়ুন: মাইলস্টোন ছুঁতে বাকি আর কিছু মুহূর্ত! বক্স অফিসে ‘আরআরআর’ সিনেমা ভেঙে দিয়েছে সব রেকর্ড
অন্যদিকে’ কেজিএফ ‘২ এর প্রতিদ্বন্দ্বী থাকা সত্বেও ইতিমধ্যেই ছবি ৩.৩৫ কোটি থাকার ব্যবসা করে ফেলেছে। ফলে হিসেব টা আগে থেকেই বেশ আন্দাজ করা যাচ্ছে। আগামী দিনে টিকিট বুকিং এর ক্ষেত্রে ঠিক কত টাকার অঙ্ক ছাপিয়ে যাবে এই ছবি। প্রথম ভাগে যশের অভিনয় দর্শক পছন্দ করেছিল তারপর থেকে অপেক্ষা ছিল দ্বিতীয় ভাগের জন্য। ছবিতে সঞ্জয় দত্তকে দেখার পরে দর্শকের মধ্যে কৌতূহল চারগুণ বেড়ে গিয়েছিল। এবার দেখার বিষয় সব ছবিকে পেছনে ফেলে কতো কোটির বাজার করতে পারে এই দক্ষিণী সিনেমা।