এত বড়ো সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! ট্রাফিক পুলিশের কাজ করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, ভাইরাল হল অভিনেত্রীর ছবি

সম্প্রতি মুক্তি পেয়েছে অপরাজিতা আঢ্য অভিনীত ছবি ‘কলকাতা চলন্তিকা’। যেখানে একসঙ্গে টলিউডের বহু অভিনীত অভিনেত্রীদের দেখা গিয়েছে। ছবিতে দেখা গিয়েছে জনপ্রিয় ইউটিউবার বং গাই কেও অর্থাৎ আমার আপনার সকলের প্রিয় কিরন দত্তকে। এই ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী ইশা সাহা, সৌরভ দাস, দিতিপ্রিয়া রায় সহ আরো অনেককে। ছবিতে আমাদের কলকাতা শহরের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিতে অপরাজিতা একজন ট্রাফিক পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। নিজের ছবির প্রচারের জন্য কদিন আগেই কলকাতা রাস্তায় নেমেছিলেন অভিনেত্রী।
ছবি প্রচার বেরিয়ে অভিনেত্রী ধরা পড়লেন সাংবাদিকদের ক্যামেরায়। অভিনেত্রীকে ওইদিন সাদা রঙের সালোয়ার কামিজে দেখা গেছে। চোখে ছিল রোদচশমা এবং হাতে ছিল ওয়াকি টকি। অর্থাৎ সাধারণত আমরা যেগুলি ট্রাফিক পুলিশের হাতে দেখে থাকি। কিন্তু হঠাৎ হাতে ওয়াকি টকি নিয়ে কেন দেখা গেল অভিনেত্রীকে? আসলে কলকাতা চলন্তিকা ছবিতে অপরাজিতা আঢ্য কে একজন ট্রাফিক পুলিশের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে। তাই এই দিন ছবির প্রচারে বেরিয়ে তিনি নিজেও কলকাতার ব্যস্ততম রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কাজই করলেন। ঐদিন অভিনেত্রী একা নন সঙ্গে ছিল পরিচালক পাভেলও।
ঐদিন ছবির প্রচারে এসে কলকাতা পুলিসের বিষয়ে অপরাজিতা বলেন, ‘কলকাতা পুলিসকে নিয়ে খুব গর্ব হয়। ওঁদের কাজ, পরিশ্রম, নিষ্ঠা দেখে ভালো লাগে। আজ এই প্রোমোশনে এসে বুঝতে পারছি ওঁরা কতটা কো-অপারেটিভ। অনেকে পুলিসকে খারাপ কথা বলে, তবে এক দুজনের জন্য সবাইকে খারাপ বলা খুব খারাপ। খুব ভালো লাগছে আজ যাদবপুর থানাতে এসে।’