সিনেমা

একেবারেই শর্মিলা ঠাকুরের মতই লাগছে অভিনেত্রী রাতশ্রী কে, অতনু বোসের আগামী ছবি ‘অচেনা উত্তম’ এ রাতশ্রীর লুক দেখে মুগ্ধ স্বয়ং শর্মিলা ঠাকুর

খুব শীঘ্রই আসতে চলেছে মহানায়ক উত্তম কুমারের বায়োপিক। অতনু বসুর আগামী ছবি ‘অচেনা উত্তমে’ ফুটে উঠবে মহানায়কের জীবনের সব গল্প। সেই ছবিটাই অভিনেত্রী শর্মিলা ঠাকুরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রাতশ্রী দত্ত কে। ছবিতে শর্মিলা ঠাকুরের বেশে নিজের লুক শেয়ার করার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে চর্চা সকলেই অভিনেত্রীর এই লুক দারুন পছন্দ করেছে। তবে শুধুমাত্র নেটিজেনরা নয় স্বয়ং শর্মিলা ঠাকুর ও রাতশ্রীর এই লুক পছন্দ করেছে এবং তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর নিজে ‘অচেনা উত্তম’ ছবির রাতশ্রীর লুক এবং অভিনয় দুটোই দেখেছে। ট্রেলারের তার অভিনয় দেখে মুগ্ধ শর্মিলা ঠাকুর সকলের কাছেই প্রশংসা করেছেন রাতশ্রীর। মডেলিং জগৎ দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখলেন রাতশ্রী। তারপরই অভিনয় জগতে আসা। এছাড়াও বড়পর্দাতেও তার ছবি মুক্তি পেয়েছে। কিন্তু তার এই গোটা অভিনয় জীবনে অচেনা উত্তম হলো সবথেকে বড় প্রজেক্ট এবং স্বয়ং শর্মিলা ঠাকুর তার অভিনয়ের প্রশংসা করেছেন। সেখানে এটি অভিনেত্রী সব থেকে বড় প্রাপ্তি। এই ছবিতে মহানায়ক স্বয়ং উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। সুচিত্রা সেনের চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। আগামী ২২ জুলাই উত্তম কুমারের এই বায়োপিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অতনু বসুর ছবিতে সত্যজিৎ রায়ের ‘নায়ক’ ছবিতে শর্মিলা ঠাকুরের চরিত্র অদিতি সেনগুপ্ত হিসেবে দেখা যাবে রাতশ্রীকে। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি লম্বা পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘অতনু বসু পরিচালিত অচেনা উত্তম ছবিতে এটা আমার লুক। বাংলা সিনেমার মহানতম সুপারস্টারের গল্প এটি। যখন এই প্রস্তাব আমার কাছে এসেছিল, তখন আমি বাংলা ছবির ইতিহাসের অংশ হওয়ার একটা সুযোগ হিসেবে তা গ্রহণ করে নিই। এই ছবিতে আমি এভারগ্রিন শর্মিলা ঠাকুরের চরিত্র এবং সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে তাঁর অভিনীত চরিত্রে অভিনয় করছি। অভিনেত্রী হিসেবে এই ধরণের চরিত্রে কাজ করার জন্য আমরা বেঁচে থাকি’।

 

View this post on Instagram

 

A post shared by Ratasree Duttta (@ratashree)

Related Articles

Back to top button