সিঙ্গেল মাদারের গল্প অবলম্বনে পর্দায় আসতে চলেছে নতুন ছবি ‘আকরিক’, সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির কথা ঘোষণা করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

টলিউড জগতে ঋতুপর্ণা সেনগুপ্ত মানেই নিত্য নতুন স্বাদের ছবি। একসময় টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উচ্চারিত হতো। তবে নতুনদের আগমনে ছবির পরিমাণ কিছুটা কমে গেলেও অভিনেত্রী কিন্তু এখনও যথেষ্ট ভালো মানের ছবি উপহার দিয়ে থাকেন তাঁর দর্শকদের। ‘প্রাক্তন ‘ ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের অভিনয় নাড়া দিয়েছিল ভক্তদের মনে। সম্প্রতি মুক্তি পেয়েছে, বেলাশুরু যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে। তবে এবার ফের একেবারে অন্য থিমের ওপর একটি ছবি নিয়ে হাজির হতে চলেছেন অভিনেত্রী। যেখানে সিঙ্গেল মাদারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
বাস্তব জীবনে সিঙ্গেল মাদার মানেই তাঁকে নানা ঘাত প্রতিঘাত নিয়ে সমাজে এগিয়ে চলতে হয়। তার সাথে সন্তানকে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে সমাজে চলাফেরা করা সবক্ষেত্রেই নানা কটূক্তির সাথে সাথে প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেই বাস্তব জীবনের সিঙ্গেল মাদারদের আসল চিত্র তুলে ধরতে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আসন্ন ছবির নাম, ‘আকরিক’। অভিনেত্রী একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় এই ছবিতে অভিনয় করবেন। এই কথা অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
আগামী ছবি ‘আকরিক’- এর ঘোষণা করে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে কয়েকটি ফটো শেয়ার করে ফেলেছেন ইতিমধ্যেই। একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে সহ অভিনেত্রী অনুরাধা রায়ের সঙ্গে, আবার কোনো ছবিতে অভিনেত্রীকে কেক কাটতে দেখা গিয়েছে। ছবি পোস্টের সাথে সাথে তিনি লিখেছেন, , ‘আকরিক, একজন সিঙ্গেল মাদারের গল্প।’ তবে এখনও পর্যন্ত ছবির মুক্তি প্রসঙ্গে কোনো কোথায় খোলসা করেননি অভিনেত্রী। ছবি পোস্টের মাধ্যমে তাঁর অনুরাগীদের আগাম বার্তা দিতে চেয়েছেন নিজের আসন্ন ছবি সম্পর্কে।
প্রসঙ্গত বলা যায়, কিছুদিন আগে বিমানে ওঠা সংক্রান্ত বিষয় নিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। তিনি দেরি করে বিমানবন্দরে পৌঁছনোর কারণে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি এই বিষয়ে অবশ্য অভিনেত্রী প্রমাণ স্বরূপ সোশ্যাল মিডিয়ায় বিমান সংস্থার ওপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন। যদিও পরবর্তীকালে ওই বিমান সংস্থার তরফে অভিনেত্রীর থেকে ক্ষমা চাওয়া হয়েছিল। এই নিয়ে সেইসময় নেটদুনিয়া সরগরম হয়ে উঠেছিল।
View this post on Instagram