সুযোগ দেওয়ার নামে ঠকিয়েছে সালমান খান! সিদ্ধার্থ প্রেমিকার আর সিনেমা করা হলো না, অভিযোগ উঠল সালমানের বিরুদ্ধে

বিগ বস খ্যাত অভিনেত্রী শাহনাজ গিল। পাঞ্জাবের জনপ্রিয় অভিনেত্রী ধীরে ধীরে জায়গা করছিলেন বলিউডে। সেই লক্ষ্যে তার প্রথম পদক্ষেপ শুরু হয় বিগ বসের হাত ধরে। সেখানেই সঞ্চালক স্থানে ছিলেন সালমান খান। সেখানেই দুজনের পরিচয়। তারপর কেটে গেছে কিছু বছর। সালমানের হাত ধরে বলিউডে ডেবেউ করতে চলেছিলেন শাহনাজ। কিন্তু হঠাৎই সরে যেতে হলো অভিনেত্রীকে।
সূত্রের খবর, সালমান খানের সিনেমা “কাভি ঈদ কাভি দিওয়ালি” ছেড়ে বেরিয়ে যেতে হয় সিদ্ধার্থ প্রেমিকাকে। এর ফলে শাহনাজ এর সাথে যে সালমানের সম্পর্কে শুধু অবনতি হয়েছে তা নয়। সবরকম সামাজিক মাধ্যম থেকে সালমানকে আনফলো করেছেন অভিনেত্রী। এরপরে সম্পর্কের অবনতি আরো গুরুতর পর্যায়ে পৌঁছায়। এই সিনেমা ভাইজানের ৫৭ তম জন্মদিনে তিনদিন পরে। কিন্তু তারি মাঝে এলো নানা বিপত্তি।
তবে সানা কিন্তু একা নন। সালমান খানের “কাভি ঈদ আভি দিওয়ালি” ছবি থেকে বেরিয়ে গেছেন আরও দুজন অভিনেতা। সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা চলতি বছরের মে মাসে এই ছবি থেকে সরে দাঁড়ান। এর কারণ হিসেবে শোনা গিয়েছিল সৃজনশীল মতপার্থক্যের কারণে ছবি থেকে বেরিয়ে যান তিনি।
এছাড়াও ভাইজানের এই ছবি থেকে বেরিয়ে গিয়েছিলেন জাহির ইকবালও। কাভি ঈদ কাভি দিওয়ালি ছবি থেকে পরপর তিন অভিনেতা অভিনেত্রী বেরিয়ে যাওয়ার কারণে বেশ সমস্যায় পড়েছেন নির্মাতারা। নতুন করে অভিনেতা-অভিনেত্রী খোঁজা হচ্ছে এই চরিত্রের জন্য। কেবল টিকে আছেন পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়াল।