বৈবাহিক ধর্ষণ সম্পর্কে মুখ খুলতে নারাজ আজকের সমাজও, এই বিষয় নিয়ে এবার মানুষকে শিক্ষা দেবেন ‘সম্পূর্ণা’ তথা অভিনেত্রী সোহিনী সরকার

আজও এই পুরুষতান্ত্রিক সমাজে মনে করা হয় বিয়ে মানেই মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া? নারীকে ভোগ করার পুরুষের যে চরম আসুরীয় প্রবৃত্তির জন্য যখন নারীকে শারীরিকভাবে অত্যাচার করা হয় তখন তা ধর্ষণ। এই ধর্ষণ শুধুমাত্র অন্য পুরুষ দ্বারা হয় এমন নয়। বিবাহের পরেও স্বামীর দ্বারা শারীরিকভাবে অত্যাচারিত হন মহিলারা। এই বৈবাহিক ধর্ষণের বিষয়ে রুখে দাঁড়াতে আসতে চলেছে “সম্পূর্ণা”।
হইচই নামক অটিটি প্লাটফর্মে আসতে চলেছে ওয়েব সিরিজ “সম্পূর্ণা”। এই ওয়েব সিরিজের মাধ্যমে সম্পূর্ণার পরিচালক সায়ন্তন ঘোষাল নিজের মতো করে সমাজকে শিক্ষা দিতে চেয়েছেন বৈবাহিক ধর্ষণ সম্পর্কে। এই ওয়েব সিরিজের মুখ্য চরিত্রের অভিনয় করেছেন সোহিনী সরকার। এখানে তার চরিত্রের নামেই ওয়েব সিরিজের নামাঙ্কন করা হয়েছে। অভিনেত্রী সোহিনী সরকার কে এই গল্প শোনানো মাত্রই তিনি রাজি হয়ে যান ওয়েব সিরিজে কাজ করতে। কারণ তার মনে হয় এখন মহিলাদের এই বিষয় নিয়ে কথা বলা উচিত। অভিনেত্রী মনে করেন ওয়েব সিরিজের কাজ বিনোদন দেওয়া হলেও সামাজিক কিছু বার্তা দেওয়া উচিত।
আসছে ২৯ শে জুলাই হইচই এর স্ট্রিমিং হতে চলেছে সম্পূর্ণর। সম্প্রতি সম্পূর্ণার অফিসিয়াল ট্রেলার বেরিয়েছে হৈচৈ এ। অভিনেত্রী সোহিনী সরকার ওয়েব সিরিজের মুখ্য চরিত্র অর্থাৎ সম্পূর্ণার চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও এই সিরিজের অভিনয় করছেন – রাজনন্দিনী পাল, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, রজত গঙ্গোপাধ্যায়, পারমিতা মুখার্জী এবং অন্যান্য আরো অনেকে।
পরিচালক সায়ন্তনের কাছে সম্পূর্ণা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রজেক্ট। যার মাধ্যমে তিনি তার ভাবনা পৌঁছে দিতে চান দর্শক মন্ডলীর মধ্যে। সামাজিক কিছু বার্তা দিতে চান তার দর্শকদের। যদিও বর্তমানে মহিলারা এই ধরনের অন্যায় অবিচার মেনে নেন না। তবুও সমাজের গভীরে কোথাও না কোথাও এই সমস্যা এখনো আছে। বৈবাহিক ধর্ষণের যে সমস্যা তা মহিলাদেরই প্রত্যাখ্যান করতে হবে বলে মনে করেন পরিচালক।
View this post on Instagram