গোলাপী ব্লাউজ নীল রঙের শাড়ি পরে ‘ক্যান্টিন’ চালাচ্ছেন ‘বউদি’ শুভশ্রী, দেখে নিন তার নতুন রূপ

পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় পর্দায় জীবন্ত হয়ে উঠেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’ তৈরি করবার পর পরমব্রত চট্টোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন সকলেই। আর করবেন নাই বা কেন এ তো শুধু সিনেমা নয়, এ তো এক অর্থের ডকুমেন্টশন। মানুষ সৌমিত্র ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন, তাই যেন ফুটে উঠেছিল ‘অভিযান’ সিনেমায়, প্রবাদপ্রতিম অভিনেতার জীবনের নানা টুকরো টুকরো ঘটনা ফুটে উঠেছিলো সেখানে। স্বাভাবিকভাবেই তাই প্রশংসা কুড়িয়েছিল এই ছবি। কিন্তু প্রশংসার জোয়ারে গা না ভাসিয়ে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় নতুন ছবির কাজে হাত দিলেন আবার। এই ছবিতে চমক হিসেবে উপস্থিত থাকবেন শুভশ্রী গাঙ্গুলীও।
আরও পড়ুন: হলিউডের বড় তারকাদের টেক্কা দিয়ে দীপিকা হচ্ছেন কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি
পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত নতুন এই ছবির নাম ‘বউদি ক্যান্টিন’। এই ছবিতে শুভশ্রী তার নিজের নতুন লুক শেয়ার করলেন। যে নতুন ছবিটি অভিনেত্রী ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে খোলা চুলে শুভশ্রীর এক অনন্য লুক। নীলচে সবুজ রঙের তাঁতের শাড়ি পরেছেন তিনি আর তার সাথে মানানসই করে পড়েছেন গোলাপি রঙের হাত কাটা ব্লাউজ। কাঁধে একটি তার ব্যাগ রয়েছে এবং হাতেও কালো রঙের কিছু ঝোলানো রয়েছে। কেয়াতলার ‘অঞ্জলি বাটী’তে এই ভাবেই নতুন ছবির শুটিং করলেন শুভশ্রী। শুটিংয়ে এই দিন তার সাথে ছিলেন ঋদ্ধিশ, পুষন, পরমব্রত, অরুণ মুখোপাধ্যায়, অনুসূয়া মজুমদার।
শুটিংয়ের এক ফাঁকে সংবাদমাধ্যমকে শুভশ্রী বলেছেন, বাড়িতে খুব একটা রান্না ঘরে ঢুকতে হয় না। তবে শুটিং ফ্লোরে পরমের ইশারায় খুন্তি নাড়তে বাধ্য হচ্ছেন তিনি – এই ছবিতে শুভশ্রীর চরিত্রের নাম পৌলোমী। ছবিটি শেয়ার করে পৌলোমী লিখেছেন, “পৌলোমী আসছেন প্রত্যেক মেয়েদের মনের কথা নিয়ে”।
“বউদি ক্যান্টিন” এর বিষয়বস্তু হলো বিখ্যাত কলকাতার মেয়ে আসমা খানের জীবনের কাহিনী। বিখ্যাত এই শেফ তার হাতের গুণে সকলকে মুগ্ধ করেছিলেন লন্ডনে একাধিক রেস্তোরাঁও রয়েছে তার। এই চিত্রনাট্যে তুলে ধরা হয়েছে কীভাবে রান্নার মাধ্যমে একজন গৃহবধূ নিজের পরিচয় তৈরি করেছেন তারই গল্প । গল্পটি সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ এবং অরিত্র সেন আর এই গল্পে কলম চালিয়েছেন খোদ পরমব্রত।
এই ছবি সম্পর্কে পরমব্রত বলেন, একজন মহিলা রান্নার মাধ্যমেও পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন ‘বউদি ক্যান্টিন’ সেই বার্তাই পৌঁছে দেবে সকলের কাছে। প্রসঙ্গত উল্লেখ্য এই ছবিতে শুভশ্রী থাকবেন প্রধান ভূমিকায় অর্থাৎ আসমা খানের ভূমিকায় আর তার স্বামীর চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এছাড়াও রয়েছেন অনুসূয়া মজুমদার, শুভশ্রীর শাশুড়ির রোলে দেখা যাবে তাকে। ছবিতে থাকবেন সোহমও, তবে তার অভিনীত চরিত্রটি ঠিক কী তা এখনো জানা যায়নি।
View this post on Instagram