চার বছর পর “কাদম্বরী আজও” সিনেমার হাত ধরে বড় পর্দায় ফিরছেন স্বর্ণযুগের অভিনেত্রী সাবিত্রী, আজকের যুগের কাদম্বরীদের গল্প নিয়ে ফিরছে এই সিনেমা!

বাংলা চলচ্চিত্র জগতে সাবিত্রী চট্টোপাধ্যায় এক উজ্জ্বল নাম। বলার অপেক্ষা রাখে না স্বর্ণযুগের অভিনেত্রীদের মধ্যে তিনি এখনো দাপটের সাথে নিজের অভিনয় চালিয়ে যাচ্ছেন। বয়স তাঁর কাছে শুধুই একটা সংখ্যা মাত্র কাজ তার কাছে তার ধর্মও। প্রসঙ্গত ছোট পর্দাতেও ৮৫ বছর বয়সে ধাপে কাজ করে বেরিয়েছেন এই অভিনেত্রী। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণাতে সকলের নয়নের মনি তিনি। শেষবার অভিনেত্রীকে ২০১৮ সালে “মাটি” সিনেমা দেখতে পাওয়া গিয়েছিল। অবশেষে সকলের চাহিদা মিটিয়ে বড় পর্দায় ফিরলেন বর্ষিয়ান অভিনেত্রী। নেপথ্যে পরিচালক শর্মিষ্ঠা দেবের নতুন ছবি ‘কাদম্বরী আজও’।
‘কাদম্বরী’ এ নামটা শুনলেই সর্বপ্রথম যাঁর কথা মনে পরে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বরী দেবী। এই নামটাকে জড়িয়ে প্রচুর কৌতূহল বাঙালির মধ্যে আজও বর্তমান। বিশেষত সাহিত্যপ্রেমী মানুষদের কাছে কাদম্বরী এক রহস্য। কারণ রবীন্দ্রনাথ ও তাঁর বৌঠানকে ঘিরে এক নিষিদ্ধ গোপন প্রেমের রস আজও বাঙালি হৃদয়কে উত্তেজিত করে। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে হাজার কৌতূহল থাকলেও কাদম্বরী দেবীর সম্মান, তাঁর ভালোবাসা, তাঁর একাকীত্ব, তাঁর চাপা অভিমান, তাঁর পাওয়া না পাওয়া এসব নিয়ে মানুষের বিশেষ আগ্রহ দেখা যায় না। কাদম্বরী দেবী ঠাকুর বাড়িতে যোগ্য সন্মান না পেয়ে বরং উপেক্ষিত নারী হিসেবেই রয়ে গেলেন। আজকের দিনে তো ঘরে ঘরে এরকম উপেক্ষিত নারীদের গল্প রয়েছে। তেমনি একজনের গল্প বলবে ‘কাদম্বরী আজও’। এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার ‘ইন্দ্রাণী’ অঙ্কিতা চক্রবর্তী। এ যুগের কাদম্বরী শিক্ষিতা, স্বনির্ভরশীলা, দৃঢ়চেতা, ঝকঝকে, চকচকে এক রমণী। কিন্তু কোথাও তাঁর ভিতরে রবির বউঠান সেই কাদম্বরী কি আজও আছে?
ছবি সম্পর্কে পরিচালক শর্মিষ্ঠা দেব স্পর্শ জানিয়েছিলেন, ‘খুব সোজাসাপ্টা সম্পর্ক নেই, তবে সেই কাদম্বরীর একাকীত্ব, বিরহ, চাপাকষ্ট আজকের একবিংশ শতাব্দীর স্বাবলম্বী কাদম্বরীদের মধ্যেও যে তারই ছায়া,এই ছবি তারই কথা বলে।’ এই সিনেমার মুখ্য চরিত্র কাদম্বরীর ঠাকুরমার চরিত্রে দেখতে পাওয়া যাবে সাবিত্রীকে। যদিও সাবিত্রীর চরিত্র নিয়ে মুখ খুলতে চাননি পরিচালক নিজেই। এদের সাথেই এই ছবিতে দেখা যাবে অমিতাভ ভট্টাচার্যকে এক লেখকের ভূমিকায়।
আমরা সকলেই জানি রবির বৌঠান কাদম্বরীর মর্মান্তিক পরিণতি। নিজের একাকিত্ব জীবন থেকে বিষ খেয়ে মুক্তি পেয়েছিলেন তিনি। কিন্তু আজকের কাদম্বরীরা, ঠিক কিভাবে মুক্তি পান? তারই গল্প নিয়েই আসছে এই সিনেমা। অঙ্কিতা, সাবিত্রী এবং অমিতাভের পাশাপাশি অন্যান্য চরিত্র দেখা যাবে রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টপাধ্যায় প্রমুখ অভিনেতা-অভিনেত্রীদের। আদ্যামা প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসতে চলেছে এই সিনেমা। মূলত কলকাতা ও উত্তরবঙ্গ জুড়েই শুটিং হয়েছে এই ছবি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা এই তিনটি জায়গায় মুক্তি পেতে চলেছে ‘কাদম্বরী আজও’। ইতিমধ্যেই বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে এই চলচ্চিত্রটি।