সিনেমা

বাংলা নববর্ষের প্রারম্ভে দর্শক টানছে বাংলা ছবিগুলি, ফের প্রেক্ষাগৃহে বাংলা ছবি দেখার হিড়িক পড়েছে

বাংলা নববর্ষে যেমন নতুন বছরকে স্বাগত জানানোর পালা ঠিক সেইভাবেই বাংলা ছবির খেতে হলে দর্শকদের স্বাগত জানাতে নতুন বছরে হাজির বেশ কয়েকটি বাংলা ছবি। একাধিক বাংলা ছবি মুক্তি পেয়েছে যেকারনে বাঙালি দর্শকদের মধ্যে আবার বাংলা ছবি দেখার লাইন পড়েছে হল গুলিতে। পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিযান’, জয়দীপ মুখোপাধ্যায়ের ‘দ্য একেন’ ছবি গুলি মুক্তি পাওয়ার পর থেকেই ছবি দেখার জন্য বাঙালি দর্শকরা হলের দিকে এগিয়েছেন। একদিকে দক্ষিণী ছবি যখন বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ঠিক সেই সময় আমাদের একের পর এক বাংলা ছবি রিলিজের পর থেকেই যেনো অদ্ভুত এক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে দর্শকদের মধ্যে।

আরও পড়ুন: ‘নজর কে সামনে, যিগর কে পাস…’ গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলার দাদা, স্ক্রিনে ভেসে উঠলো ডোনা বৌদির ছবি, করতালি মঞ্চ জুড়ে!

রাজর্ষি দে-র ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’ মুক্তি পেয়েছিল পয়লা এপ্রিল তারিখে। পারিবারিক থিমের ওপর নির্ভর করে গড়ে তোলা এই ছবি দেখতে হাজির হয়েছেন দর্শকরা সবাই সপরিবারে। গল্প রয়েছে ছবিতে, অ্যাডভোকেট নিশীথ দেবের বড় ছেলে ত্রিদিব তাঁর তিন ভাই , সুদেব, দেবেশ, রোহিত ও বোন সেমন্তী তাঁদের দার্জিলিং-এর পৈতৃক বাড়িতে ছুটি কাটাতে আসে। সবাই মিলে একসঙ্গে ছুটি কাটানোর পাশাপাশি ছোটবেলায় ফিরে যায় তাঁরা। তাঁদের ঐ বাড়ির নাম অভিলাষ। যা দেখাশোনার দায়িত্বে রয়েছেন জগদীশ তামাং ও তাঁর মেয়ে সুরিটা।

এই ছবির শো হিসেবে বহুদিন থেকেই নন্দনে হাউসফুল ছিল এমনকি ১৫ তম দিনেও কাঞ্জনজঙ্ঘার শো দেখার বিপুল ভিড় হয়েছিল। দ্য একেন’ ও ‘অভিযান’ নামের দুটি ছবি একসাথে বছরের প্রথম দিন মুক্তি পেয়েছে। ছবি ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উচ্ছাস ও আগ্রহ ধরা পড়েছে। একেনবাবু দর্শকদের কাছে এমনিই খুব পছন্দের একজন মানুষ। তিনি বড়ো পর্দায় হাজির হওয়ার পর দর্শকদের মধ্যে তাঁকে নিয়ে অন্য মনের উত্তেজনা থাকবে এটাই স্বাভাবিক।

আরও পড়ুন: “আমি চাইলে সেই অভিনেতার নামে অনেক কিছুই বলতে পারি” – টলিপাড়ার কোন্ অভিনেতার প্রসঙ্গে একথা বলেন অভিনেত্রী মধুমিতা

অন্যদিকে মাসের শেষে একসাথে মুক্তি পেতে চলেছে, বাংলার দুই সুপারস্টারের দুটি ধামাকাদার ছবি, কিশমিশ থাকছে দেবের অভিনয়ে অন্যদিকে রাবণ থাকছে জিতের অভিনয়ে। একদিকে অ্যাকশন ছবিতে জিৎ কে দেখা যাবে অন্যদিকে মিষ্টি মধুর এক অন্য স্বাদের প্রেমের গল্প অবলম্বনে আসতে চলেছে কিশমিশ। এই দুই ছবির মধ্যে ও যে জোরদার টক্কর চলবে তা আন্দাজ করাই যায়।

Related Articles

Back to top button