সিনেমা

সুপারস্টার এর ছেলে হয়েও তৈমুর এর নেই কোনো অহংকার! নিজেদের ক্ষেতের মূলো নিজেই তুলছে, মুক্তির পরই হলে মুখ থুবড়ে পড়ে কারিনা কাপুর খান অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’, কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপই নেই বেবোর! দিব্যি ঘুরে বেড়াচ্ছেন পতৌদি প‍্যালেসে

সম্প্রতি মুক্তি পাওয়া করিনা কাপুর এবং আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়েছে। ছবি মুক্তির আগেই এই বয়কটের দাবি তুলেছিল নেটিজেনরা। কিন্তু তবুও সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই ছবি। কিন্তু মুক্তির পরেই মুখ থুবড়ে পড়ে এই ছবি। ১৮০ কোটি টাকা বাজেটের ছবি এতদিনে মাত্র ৮০ থেকে ৯০ কোটি টাকায় সংগ্রহ করতে পেরেছে। কিন্তু তাতে খুব একটা প্রভাব পড়েনি অভিনেত্রী কারিনা কাপুরের ওপর। বর্তমানে অভিনেত্রী পতৌদি প‍্যালেসে সময় কাটাচ্ছেন। সঙ্গে রয়েছে স্বামী সাইফ আলী খান এবং দুই সন্তান তৈমুর আলী খান এবং জাহাঙ্গীর আলী খান। ছবি মুক্তি পাওয়ার পর প্রচারে বেশ কিছুটা সময় দিয়েছিলেন অভিনেত্রী। এবারে কিছুটা বিরতি নিচ্ছেন। আর নিজের এই সময়টা তিনি পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কাটাতে পছন্দ করেন। তাই তো নবাবী প্যালেসে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ বেবো। মাঝেমধ্যেই বিভিন্ন ছবি আপডেট দিতে থাকেন তিনি। নিজেদের উদ্দেশ্যে সম্প্রতি সেরকমই একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছোট্ট তৈমুরকে সবজি খেতে মুলো হাতে দেখা গিয়েছে। অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত পতৌদি প‍্যালেস। অনেক বড় ক্ষেত রয়েছে সেখানে। নিজেদের সবজি চাষ করেন সাইফ এবং কারিনা। এর আগেও তৈমুর কে এই ক্ষেতে সবজি তুলতে দেখা গিয়েছে। এছাড়াও ওখানে গিয়ে সাইফ আলী খানের সঙ্গে ব্যাডমিন্টন খেলার ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্ষেত থেকে মুলো তুলে আনার পর কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘দুপুরের খাবারের জন‍্য ঘি দিয়ে গরম গরম মূলোর পরোটা।’

প্রসঙ্গত লাল সিং চাড্ডা মুক্তির আগে থেকে বয়কটের ডাক এনেছিল বেশ কিছু নেটিজেন। করিনা কাপুরকে যাতে কোন ছবিতে আর কাজ না দেওয়া হয় তার জন্য সুর চড়াও করেছিলেন অনেকেই। এমনকি করিনা কাপুরের নামি ব্র্যান্ডের গাড়ি ও বয়কটের ডাক এনেছিলেন অনেকে। কারণ সেই গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসেড হলেন করিনা কাপুর। এমনকি অভিনেত্রীর সন্তানরাও এই ক্ষোভ থেকে রেহাই পায়নি। কারিনা কাপুরের দুই ছোট্ট সন্তান তৈমুর এবং জাহাঙ্গীর। দুই সন্তানের নামকে ঘিরে তৈরি হয়েছিল একাধিক কটাক্ষ। হিন্দু নাম ছেড়ে কেন মুসলিম নাম রাখার হয়েছে সন্তানদের তাই নিয়ে হয়েছিল সমালোচনা।

Related Articles

Back to top button