ঈদে সলমন নয়, Runway 34 নিয়ে এইবার হাজির হবেন অজয় দেবগন

ঈদ মানেই সল্লু ভাইয়ের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, ভাইজানের থেকে নতুন চমকের আশায়। প্রায় প্রতিবছর ঈদেই সালমান খানের মুভি রিলিজ করে আর ভক্তরা তাই একরকম জেনেই গেছে যে, ঈদ মানেই ভাইজান। তবে এইবার আর ভাইজান নয়, ঈদে চমক দিতে আসছেন অজয় দেবগন। চলতি বছর ঈদে সালমান খানের কোন ছবি আসছে না দেখে বলিউড প্রেমীরা যখন মুষড়ে পড়েছিলেন, তখনই বলিউড প্রেমীদের আনন্দ দিতে ঈদে হাজির হচ্ছেন অজয় দেবগন।
আগামী ২৯শে এপ্রিল অজয় দেবগণের সিনেমা ‘রানওয়ে ৩৪’ মুক্তি পেতে চলেছে। এই ছবিতে অজয় দেবগণের সাথে থাকবেন বিগ বি অমিতাভ বচ্চন, রকুল প্রীত সিং, বোমান ইরানি, আকাঙ্ক্ষা সিং সহ অন্যান্য অভিনেত্রী অভিনেত্রীরা। হাতে আর ৪ দিন রয়েছে, তারপরই ছবিটি মুক্তি পাবে তাই স্বাভাবিকভাবেই এখন পুরোদমে চলছে ছবির প্রচারের কাজ। অভিনয়ের পাশাপাশি এই ছবিটি পরিচালনার কাজও করছেন অজয় দেবগন। একটি ছবিতে একইসাথে অভিনয় এবং পরিচালনা যথেষ্ট কঠিন কাজ বলেই জানান অভিনেতা। কীভাবে এই ছবিতে একইসাথে দুটি দায়িত্ব পালন করছেন অভিনেতা? সেই প্রসঙ্গে মুখ খুললেন অজয় দেবগন।
সম্প্রতি বলিউডের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “ আমি আগে থেকে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখি ঠিকই, তবে সেটে গিয়ে আমার পরিকল্পনাগুলো পরিস্থিতি অনুযায়ী অনেক পরিবর্তিত হয়ে যায়। কারণ একসঙ্গে দুটি দায়িত্ব সামলানো মানে আমাকে নিজেকে ক্যামেরা সামলাতে হচ্ছে, পারফরমেন্সের উপর কাজ করতে হচ্ছে, অভিনেতা হিসেবে শট দিতে হচ্ছে এবং তারপর পরিচালক হিসেবে সমস্ত শট গুলি দেখতে হবে। ফলে গোটা বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু আমি জীবনে চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তাই কাজটিকে ভালোভাবে উপভোগ করতে পারি।”
আরও পড়ুন: এবার বৌদি লুকে ধরা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, অভিনেত্রীর এমন মোহময়ী রূপে কাবু নেটদুনিয়া
তবে চমকের এখানেই শেষ নয়, জানা যাচ্ছে অভিনয় ও পরিচালনার পাশাপাশি এই ছবিতে গান ও গাইবেন অজয়। এই ছবিতে ‘জালায়া তো নেহি’ গানটি গেয়েছেন অজয় দেবগন। ঈদে সালমান খানের জায়গায় অজয় দেবগন হাজির হওয়ার এই ঘটনাটি একেবারেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়নি বলেই জানিয়েছেন অজয়। তিনি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরও জানিয়েছেন যে, রানওয়ে ৩৪ এর মুক্তির তারিখ তারা আগেই ঠিক করেছিলেন যে ২৯ এপ্রিল ২০২২। কাকতালীয়ভাবে এই তারিখেই ঈদ পড়েছে, তবে বিষয়টি জানার পর তিনি নিজেই সেই কথা সালমান খানকে জানিয়েছিলেন বলে জানান অজয় দেবগন।
অজয় দেবগণের কথায়,“ আমি বিষয়টি বুঝে আগেই সালমানকে ফোন করে জিজ্ঞেস করি যে আমার ছবির মুক্তির তারিখ ঈদে পড়েছে, তোমার তাতে কোন সমস্যা নেই তো? শুনে সালমান খুব মিষ্টি ভাবে আমায় জবাব দিয়েছিলো, ‘চিন্তা করো না, আমি এই বছর ঈদে আসছি না, পরের বছর ঈদে আসছি।’” প্রসঙ্গত উল্লেখ্য, এই ছবিটিতে অজয় পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন। যিনি খারাপ আবহাওয়ার কারণে তার বিমানকে বিমানবন্দরে অবতরণের অনুমতি না দেয়ায় নিজেকে একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে ফেলেন এরপর সেখান থেকে কোন উপায় সব সমস্যার সমাধান বের হয় তাই নিয়েই এই গল্পের প্লট।
View this post on Instagram