সিনেমা

‘বিয়ের আগে থেকে অন্তঃসত্ত্বা ছিলেন আলিয়া!’ দু মাসের মাথায় আলিয়ার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর দাবি নেটিজেনদের!

মাস দুয়েক আগেই সাত পাকে বাঁধা পড়েছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর ও আলিয়া ভাট। এরপর আড়াই মাস হতে না হতেই সুখবর জানান আলিয়া, তার প্রেগনেন্সির খবর জানান ভক্ত অনুরাগীদের। এরকম অপ্রত্যাশিত একটা খবর পেয়ে রণবীর আলিয়ার অনুরাগীরা খুশি হয়ে যান, হবু মা ও বাবাকে তারা শুভেচ্ছা জানাতে থাকেন। যদিও অন্তঃসত্ত্বা হওয়ার পরেও আলিয়া নিজের মতো করে কাজ করে যাচ্ছেন। অন্তঃসত্তা হয় কাজের থেকে ছুটি নেননি তিনি, ছবির শুটিং এর কাজ করে যাচ্ছেন সমান তালে।

বলিউড নয়, বর্তমানে হলিউডে ডাক পেয়েছেন রণবীর ঘরণী। সেই ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি এতদিন। তবে হলিউডের হার্ট অফ স্টোন ছবির সেই শুটিং পর্ব‌ও শেষ করে ফেলেছেন বর্তমানে। গত শুক্রবারে হলিউডের তার প্রথম কাজের শুটিং শেষ করে ফেলেছেন আলিয়া। বিয়ের দু মাসের মাথায় মা হওয়া এবং তারপরেই গর্ভে সন্তান নিয়ে হলিউডের শুটিং করা সব নিয়ে চারিদিকে এখন আলিয়ার চর্চা চলছে। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনা তো বরাবরই ছিল, এখন অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার বিষয়টিতে আরো ফোকাস করা হচ্ছে।

সম্প্রতি শুটিং ফ্লোর থেকে আলিয়ার তোলা কতগুলি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এই ছবি গুলিই নতুন বিতর্কের সৃষ্টি করেছে। হার্ট অফ স্টোন ছবির শুটিংয়ে আলিয়াকে দেখা গেছে খাকি পোশাক পরে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী, হাতে তার বন্দুক। ছবিতে স্পষ্ট হয়ে উঠেছে অভিনেত্রীর বেবি বাম্প। দুমাসের মাথায় যেভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে বেবি বাম্প যা দেখে দর্শকদের একাংশ দাবি করছেন যে বিয়ের পরে নয় বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন অভিনেত্রী! তাই অভিনেত্রীর বেবিবাম্প এতটা স্পষ্ট হয়ে উঠেছে!

Related Articles

Back to top button