সিনেমা

সোশ্যাল মিডিয়াতে আনফলো করে দিয়েছেন পরিচালক রাজা মৌলিকে, গুজব নিয়ে এবার মুখ খুললেন আলিয়া ভাট

বলিউডের ডিভা আলিয়া ভাটকে ‘আর আর আর’ ছবিতে মাত্র কয়েক মিনিটের চরিত্র দেওয়াতে বেজায় ক্ষেপে গিয়েছেন আলিয়া ভাট। বিগত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এমনই কিছু খবর। ‘আর আর আর’ ছবির প্রচারের অতিরিক্ত দায়িত্বভার যেখানে আলিয়া নিজে কাঁধে তুলে নিয়েছিলেন সেখানে এস এস রাজামৌলির চরিত্রে এত অল্প সময়ের জন্য আলিয়ার অভিনয় বেশ চোখে লেগেছিল কিছু দর্শকদের।

আরও পড়ুন: স্কুলে গিয়ে পড়াশোনা না করে এবার ‘কাঁচা বাদাম ‘গানে ঝড় তুললেন একরত্তি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নাচের ভিডিও

তারপর থেকে শোনা যেতে শুরু করে নিজেকে এত অল্প সময়ের জন্য ছবিতে দেখে বেশ খানিকটা রেগেই গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই রাগের ফল স্বরূপ তিনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আর আর আর সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেছিলেন। দ্বিতীয়বার ছবির প্রচারের ক্ষেত্রেও আলিয়াকে আর দেখা যায়নি। এমন খবর বেশ কিছু দিন ধরেই বলিউডে কান পাতলেই ভেসে আসছে।

সমস্ত কানাঘুসো খবরের এবার সত্যি মিথ্যা সামনে আনতে নিজেই কলম ধরতে বাধ্য হলেন অভিনেত্রী আলিয়া ভাট। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি বড়ো আকারের বার্তা সকল অনুরাগীদের জন্য লিখেছেন। যেখানে তিনি আসল সত্যি তুলে ধরে লিখেছেন, এ ‘হাওয়ায় কিছু খবর ভাসছে যে আর আর আর টিমের সঙ্গে আমার মনোমালিন‍্যের জেরে আমি ছবির পোস্ট গুলি মুছে ফেলেছি।’ অভিনেত্রী এই মন্তব্য করেই স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখে এই প্রকার নিজেদের মত গুজব না ছড়াতে।

আরও পড়ুন: জন্মদিনের নিশিঠেকে শ্বশুর বউমার জমিয়ে নাচ, অঙ্কুশকে বাদ দিয়ে শ্বশুরের সাথেই জমিয়ে দিলেন পার্টি ঐন্দ্রিলা!

ডিলিটের কারণ হিসেবে অভিনেত্রী স্পষ্ট করেছেন, তিনি বরাবরই নতুন করে হ্যান্ডেল সাজাতেই পছন্দ করেন তাই পুরনো ভিডিও ডিলিট করে দেন যাতে ইনস্টাগ্রাম হ্যান্ডেল অতিরিক্ত ঘিঞ্জি না হয়ে যায়। তিনি সেইসঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর আর আর টিমের একটি অংশ হতে পেরে। রাজামৌলী স্যারের পরিচালনায় সীতা চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুব খুশি।

সেইসঙ্গে অভিনেত্রী আলিয়া ভাট উল্লেখ করেছেন তিনি এত জবাবদিহি করছেন তার একমাত্র কারণ , দীর্ঘদিন ধরে রাজামৌলি স‍্যার আর গোটা টিম বহু পরিশ্রমের ওপর ছবিটি তৈরি করেছেন যাতে করে এইসব গুজবের প্রভাব ছবিটির ওপর কোনোভাবেই না পড়ে সেই কারণেই তিনি এই প্রসঙ্গ নিয়ে লিখতে বাধ্য হয়েছেন। তবে এতসবের পরেও সমালোচনা কিন্তু বন্ধ হয়নি দর্শকরা এখনও মনে করছেন ছবিতে এত কম স্ক্রিন টাইম দেখেই তিনি রেগেই সোশ‍্যাল মিডিয়াতেও আনফলো করে দিয়েছেন পরিচালক রাজামৌলিকে।

Related Articles

Back to top button