সিনেমা

“আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমার সিনেমা দেখবেন না, আমার কিছু করার নেই, আমার এ বিষয়ে কিছুই করার নেই” – কারিনা কাপুরের পথে হেঁটে ভাইয়ের বউ আলিয়া ভাটও একই মন্তব্য করলেন দর্শকের উদ্দেশ্যে

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে নায়িকাদের মধ্যে একজন হলেন কারিনা কাপুর। কাপুর বংশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে বরাবরই রাজত্ব চলে তা আমাদের সকলেরই জানা। আজ থেকে ঠিক এক বছর আগে নেপোটিজামের বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেত্রী। কারিনা কাপুর নিজেই দর্শকদের বলেছিলেন পছন্দ না হলে দেখতে হবে না আমার সিনেমা। কেউ কোথাও কোনো মাথার দিব্যি দেয়নি। কিন্তু বর্তমানে কারিনা কাপুর ও আমির খান অভিনীত “লাল সিং চাড্ডা” সিনেমার হাল বেহাল করে দিয়েছেন দর্শক। নিজের সিনেমার এই পরিস্থিতি দেখে দর্শকদের কাছে হাত জোড় করে অনুরোধ করেছিলেন কারিনা যেন দর্শকেরা তাঁর সিনেমা দেখতে যায়। আবারও একবার ননদের পথেই হাঁটলেন ভাইয়ের বউ আলিয়া ভাট।

শীঘ্রই মুক্তি পেতে চলেছে “ব্রহ্মাস্ত্র”। আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত এই সিনেমা মুক্তি পাবে এই সেপ্টেম্বর মাসে। কিন্তু তার আগেই সিনেমাটিকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি রণবীর ও আলিয়া দুইজনই তারকা সন্তান, এই হল একটা দোষ। এছাড়াও রণবীর আমির খানের সাথে “পিকে” সিনেমায় কাজ করেছিলেন এইসব অভিযোগেই বয়কট করা হচ্ছে “ব্রহ্মাস্ত্র”। তবে এবার কথায় কথায় বয়কটের প্রশ্নে বিরক্ত হয়ে মুখ খুললেন আলিয়া।

সম্প্রতি এক বিশিষ্ট সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলিয়া বলেন, “মানুষের অনেক কিছু বলার আছে। আশা করি, আমি নিজের সিনেমা দিয়ে প্রমাণ করে দিতে পারব যে এই জায়গাটার আমি যোগ‍্য”। এছাড়াও নিপোটিজাম এর প্রশ্নে তিতি বিরক্ত হয়ে আলিয়া শেষ পর্যন্ত মুখ খোলেন। বেশ কড়া গলায় অভিনেত্রী বলেন, “এসব কী হচ্ছে টা কী? কোনো কারণ ছাড়া এগুলো কেন হচ্ছে?” এরপরেই তাঁর বিষ্ফোরক মন্তব্য, “আমি শুধু মুখে নিজের সপক্ষে বলতে পারব না। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমার সিনেমা দেখবেন না। আমার কিছু করার নেই। আমার এ বিষয়ে কিছুই করার নেই।”

প্রসঙ্গত আলিয়া ভাট বলিউডের তারকা সন্তানদের মধ্যে প্রথম তালিকার অন্তর্ভুক্ত। তারকা সন্তান এই ট্যাগটির জন্য তাঁকে বহু কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে। এবার তিনি বিরক্ত হয়েই এমন মন্তব্য করে বসেন। তবে আমরা সকলেই দেখেছি কারিনা কাপুর দর্শকদের বিরোধিতা করে তাদেরকে সিনেমা না দেখার কথা বলায় কারিনা কাপুর অভিনীত সিনেমা “লাল সিং চাড্ডা” র কি হাল হয়েছে। এবার ননদের পথে ভাইয়ের বউ আলিয়া হাঁটছেন। তার কি পরিণাম পাবে “ব্রহ্মাস্ত্র” সেটা এবার প্রশ্নের মুখে।

Related Articles

Back to top button