বলিউডের জন্ম কীভাবে? বলিউড তৈরি হওয়ার সত্য গল্পই এইবার আমাজন প্রাইমে বলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলিউড ছবিতেও একাধিকবার তার কামাল দেখিয়েছেন। নয়ের দশকের ‘আঁধিয়া’ থেকে ২০১২ র ‘সাংহাই’ সবেতেই টলিউডের বুম্বাদা যেন অন্য রূপে ধরা দিয়েছে দর্শকদের সামনে। তবে এইবার শুধু বলিউডের পর্দায় নয়, বলিউড তৈরির গল্প বলবেন বুম্বাদা। অবাক হচ্ছেন তো? হ্যাঁ অ্যামাজন প্রাইম ভিডিও নতুন পিরিয়ড ড্রামাতে বলিউডের জন্মের গল্প শোনাবেন প্রসেনজিৎ। এই ছবিতে প্রসেনজিৎ ছাড়াও দেখা যাবে অদিতি রাও হায়দারি ও প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে।
আরও পড়ুন: নাটের গুরুর অনেক আগেই সাথী ছবিতে ডেবিউ করার কথা ছিল কোয়েলের, কিন্তু বাদ সাধলেন বাবা রঞ্জিত মল্লিক
কীভাবে তৈরি হয়েছিল বলিউড! প্রত্যেকের মনে উঁকি দেওয়া এই প্রশ্নেরই উত্তর দেবে আমাজন প্রাইমের নতুন গল্প। বিক্রমাদিত্য মোতওয়ানি ছবিটি পরিচালনা করেছেন, এই ছবির নাম, ‘জুবিলি’।
বৃহস্পতিবার অ্যামাজনের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল নতুন ২৯ টি ছবির বিষয়ে। তখনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘জুবিলি’র নামটি ঘোষণা করা হয়। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয় এই ছবিতে প্রসেনজিতের নতুন লুক। প্রসেনজিতের নতুন এই রূপ স্বাভাবিকভাবেই সকলের নজর কাড়ে, নতুন লুকে তাকে দেখে মুগ্ধ হয়ে পড়েন তার ভক্তরা।
আরও পড়ুন: গোলাপী ব্লাউজ নীল রঙের শাড়ি পরে ‘ক্যান্টিন’ চালাচ্ছেন ‘বউদি’ শুভশ্রী, দেখে নিন তার নতুন রূপ
অধুরা-অধুরা সিরিজটি আধিভৌতিক গল্প নিয়ে তৈরি করা হয়েছে। একটি বোর্ডিং স্কুলের প্রেক্ষাপট গড়ে উঠেছে গল্প।এই সিরিজে অভিনয় করবেন ইশওয়াক সিং ও রসিকা দুগ্গল।
বম্বাই মেরি জান- এই সিরিজটি হলো স্বাধীনতা পরবর্তী সময়ে মুম্বাইয়ের একজন সৎ পুলিশ অফিসারের গল্প। কে কে মেনন, অবিনাশ তিওয়ারি, আম্রিয়া দস্তুর এই সিরিজের অভিনয়ে রয়েছেন।
কল মি বে- এই সিরিজটি তৈরি হবে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে। ফ্যাশন দুনিয়া ও স্ক্যান্ডেলের গল্প থাকবে এই সিরিজে।
ক্র্যাস কোর্স- এই সিরিজে অভিনয় করবেন অন্নু কাপুর, বিদিতা বাগ, ভানু উদয়। এই সিরিজটি একটি কোচিং ইনস্টিটিউটের গল্প নিয়ে তৈরি।
দাহার- রহস্য রোমাঞ্চ ভরপুর এই সিরিজ। এখানে পুলিশের চরিত্রে অভিনয় করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা।একদম নতুন অবতারে এই সিরিজে হাজির হয়ে সকলকে চমকে দেবেন সোনাক্ষী সিনহা।
ফরজি- বলিউডের জনপ্রিয় শাহিদ কাপুর এই ওয়েব সিরিজের মাধ্যমে ওয়েব জগতে পা চলেছেন। পরিচালক জুটি হিসেবে এখানে কাজ করবেন রাজ ও ডিক।
গুলকন্দ টেলস- এই সিরিজে পঙ্কজ ত্রিপাঠী ও পত্রলেখা থাকবেন। পরিচালক রাজ ও ডিকের এই সিরিজটিও অ্যামাজনে মুক্তি পেতে চলেছে।
এছাড়াও হাশ হাশ, হ্যাপি ফ্যামিলি, শিল্পা শেট্টির অভিনীত ইন্ডিয়ান পুলিশ ফোর্স, জি কারদার মত ছবি ও মুক্তি পাবে আমাজনে। এই সকল নতুন ওয়েব সিরিজের পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজের নতুন সিজন প্রকাশিত হবে আমাজনে। এইসব এর মধ্যে রয়েছেন মির্জাপুর ৩, মেইড ইন হেভেন ২, মুম্বাই ডায়েরিস, পাতাল লোক ২, পঞ্চায়েত, দ্য ফামিলি ম্যান সিজন ৩, ব্রেথ , কমিকস্তান, ফোর মোর শটস প্লিজ।
#JublieeOnPrime: Set in a newly independent India, Jubilee is a fictional period drama that unveils the stories and dreams that gave birth to Bollywood, as we know it.#PrimeVideoPresentsIndia #SeeWhereItTakesYou pic.twitter.com/fDGw0qyuhB
— amazon prime video IN (@PrimeVideoIN) April 28, 2022