সিনেমা

“সত্যজিৎ রায়ের প্রভাব থাকুক আমার উপরে, মনেপ্রাণে আমিও চাই”- ‘অপরাজিত’ -র পোস্টার মুক্তিতে বাকি আর মাত্র একটা দিন

সত্যজিৎ রায়ের মতো কালজয়ী জীবনীর অভ্যন্তরে প্রবেশ করে আনাচে কানাচে পর্যবেক্ষণের মাধ্যমে বাংলা ছবির পর্দায় আসতে চলেছে, ‘অপরাজিত’। আগামী মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে ছবির প্রথম পোস্টার তার আগে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবির এক ঝলক। অনীক দত্তর ‘অপরাজিত’ মুক্তি পেতে চলেছে আগামী ১৩ মে তারিখে। অধীর আগ্রহে সবাই অপেক্ষমান।

আরও পড়ুন: অভিনেত্রী পুষ্পিতা ছিলেন ‘দিদি নং ১’ এর প্রথম সঞ্চালক! হঠাৎ তিনি শো থেকে সরে দাঁড়িয়েছিলেন কেনো, কি কারণ ছিল?

সত্যজিৎ রায় ঠিক কতটা পরিশ্রম , নিষ্ঠা, একাগ্রতা দিয়ে বানিয়েছিলেন ‘পথের পাঁচালি ‘ ছবি তার অন্তরালে কি কাহিনী লুকিয়ে আছে সেকথা কেউ স্পষ্ট করে জানেন না। সহধর্মিণী হিসেবে বিজয়ার প্রতি মুহূর্তে সত্যজিৎ রায়কে অনুপ্রেরণার ভিন্ন ভিন্ন দিকগুলি যেভাবে তাঁকে এগিয়ে নিয়ে গিয়েছে। সেসব অজানা, আমাদের কাছে একেবারে নতুন ঘরানার গল্প কাহিনী রূপে অনিক দত্তর পরিচালনায়, সত্যজিৎ রায়ের ফিরে আসার আর মাত্র এক মাস দু’দিন! সোমবার সে কথা মনে করিয়ে দিলেন অনীক দত্ত এবং প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনায় নির্মিত হতে চলেছে কালজয়ী কিংবদন্তির পরিচালক সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষের শ্রদ্ধার্ঘ্য স্বরূপ এই ছবি।

ছবিতে দেখানো হতে চলেছে, কাহিনীর পেছনে গান, সাথে রেললাইনের দৃশ্য, ছুটে চলা রেলগাড়ি, কাশবন হাওয়ায় দোলা, তারপরেই সত্যজিৎ রায়ের প্রবেশ সব মিলিয়ে সাদা কালোর মিশ্রণে এক পুরনো দিনে ফেরত যাওয়া। আগামী ১৩ মে এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছেন সবাই। অভিনেতা, জিতু কমল জানিয়েছেন, ডিসেম্বর মাসে ছবির শুটিং শেষ হওয়ার পর থেকে অধীর আগ্রহে দিন গোনার শুরু হয়েছে। তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজের মাইলফলক রূপে চিরকাল থাকবে, অপরাজিত’। তিনি পরিচালকের প্রতি তবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: কঙ্গনার লক আপ এর শোয়ে একি সত্যি সামনে আনলেন অভিনেত্রী মন্দানা করিমি! নামি এক পরিচালক বাধ্য করিয়েছেন তাঁকে গর্ভপাত করাতে

দীর্ঘ চার মাসের দীর্ঘ পথ চলার শেষ করে শুটিং সম্পন্ন করে জিতু বেরিয়ে এসেছেন আবার নিজের স্বাভাবিক জীবনের ছন্দে। তারপর তিনি সস্ত্রীক হাজির হয়েছিলেন স্টার জলসার জনপ্রিয় রিয়েলিটি শো, ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে। তবে জিতুর কথা বলার ভঙ্গিমা থেকে শুরু করে গলার আওয়াজে যেনো সেই মহামানব, কালজয়ীর প্রতিচ্ছবি পাওয়া যাচ্ছে, সেই চরিত্রের মোড়কের আবরণে আজও যেনো তিনি নিজেকে জড়িয়ে রেখেছেন। যদিও এই প্রসঙ্গে অভিনেতা নিজে মুখেই স্বীকারোক্তি করে নিয়েছেন, মনেপ্রাণে তিনি একান্ত ভাবে চান, তাঁর প্রভাব থাকুক চিরকাল অমর হয়ে, মহিরূহর চরিত্রকে ধারণ করতে গিয়ে নিজেকে একটি যে দীর্ঘ শিক্ষার মধ্যে দিয়ে অতিক্রম করতে হয়েছে। একটি বিশেষ নিয়মের ঘেরাটোপে বাঁধা জীবনের মধ্যে দিয়ে, যা অভিনেতার মতে ভবিষ্যত জীবনে এগিয়ে যাওয়ার একমাত্র মাধ্যম হতে পারে। তাইতো তিনি চেয়েছেন , আজীবন এই অভিজ্ঞতাকে মনেপ্রাণে সঞ্চয় করে রাখতে।

Related Articles

Back to top button