অনুপম রায় দিলেন এক সুপ্ত প্রতিভার খোঁজ, এক গাড়ি চালক মাউথ অর্গানে ‘সোহাগে আদরে’ গানটি বাজিয়ে মুগ্ধ করে দিয়েছে

এক চিরস্থায়ী প্রেমের গল্পের ফের শুরু থেকে সমাপ্তির গল্প, নতুন করে দুজন দুজনের প্রেমে পড়ার গল্প, ‘বেলাশুরু।’ ‘ বেলাশেষে’ ছবির দীর্ঘ পাঁচ বছর পর ঘটনায় বহু পরিবর্তন ঘটিয়ে নতুন প্রেক্ষাপটে চেনা ভালোবাসার গল্পকে ভিন্ন স্বাদে বলবে এই ছবি। চোখ জল আনার মতো কিছু দৃশ্যাবলী সমাহার রয়েছে। ‘টাপা টিনি’ নামের ছবির একটি গান ইতিমধ্যেই মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে জনমানসে। আর বোধহয় কেউ বাকি নেই গানের সাথে রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে।ছবির ওপর একটি মিষ্টি প্রেমের গান, ‘সোহাগে আদরে’ তেও মজেছে বহু শ্রোতারা। এই গানের স্রষ্টা হলেন গায়ক অনুপম রায়। অনুপম রায়ের মা পর্যন্ত মুগ্ধ হয়েছেন ছেলের গলায় এই গান শুনে। সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে।
গায়ক নিজে এবার এক সুপ্ত প্রতিভার খোঁজ দিলেন। আমাদের চারপাশে অনেক সময়েই আমরা এমন কিছু মানুষজনের প্রতিভা দেখতে পাই যাঁরা তথাকথিত ভাবে প্রশিক্ষিত নন কিন্তু আবার একজন দক্ষ শিল্পীর থেকে কিছু কম যান না। তেমনই একজন আরেক প্রতিভাবান শিল্পীর খোঁজ দিয়েছেন অনুপম রায়। একজন গাড়িচালক যিনি মাউথ অর্গানে ‘সোহাগে আদরে’ গানটি বাজিয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন। রীতিমতো ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। অনুপমের চোখে পড়তেই শেয়ার করে নিয়েছেন তিনি ইনস্টাগ্রামে। সারা নেটবাসী মুগ্ধ হয়ে গিয়েছেন একজন গাড়িচালকের এমন অদ্ভুত প্রতিভা দেখে। চালকের আসনে বসেই সেই গাড়ির চালক একেবারে যেনো মুগ্ধ হয়ে গেয়ে চলেছেন সেই গান। যা দেখে সুরে ভেসেছেন সবাই।
View this post on Instagram
‘সোহাগে আদরে’ গানটির শুট হয়েছিল ২০১৯ সালে শান্তিনিকেতনে। শুটের অবসরে দেদার আড্ডা বসেছিল, এই কথা নিজেই জানিয়েছিলেন গায়ক অনুপম রায়। ২০২০ সালে মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সব কিছু বদলে গেছিল। দীর্ঘদিন পরে মুক্তির তারিখ প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে প্রবল উচ্ছাস দেখা গিয়েছে। যেনো এতদিন অপেক্ষা করেই ছিলেন সবাই।
আরও পড়ুন: বক্স অফিসে ‘কিশমিশ’ এবং ‘রাবণ’-এর ভাঁড়ারে কত টাকা এসেছে? সরাসরি দুই সুপারস্টারকে প্রশ্ন করলেন রানা
তবে এবার গায়ক নিজে উচ্ছাসিত এটা দেখে যে তাঁর নিজের গাওয়া গান কিভাবে একজন পথচলতি মানুষ এতটা দক্ষতার পরিচয় দিয়েছেন। সোহাগে আদরে’ গানটি মুক্তি পাওয়ার ১০ দিনের মধ্যেই ১০ লক্ষ ভিউয়ার্স পেয়েছিল ইউটিউবে। ১ মাসে তা আরও বেড়ে দাঁড়িয়েছে।