২৯ বছর বয়সে এসে IIT তে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মাধ্যমিক পাস অভিনেত্রী আলিয়া ভাট, ভর্তি হলেন মুম্বাই আইআইটি কলেজে

আমরা সকলেই চাই জীবনে শিক্ষিত হতে। অনেকেরই উচ্চশিক্ষার স্বপ্ন থাকে তাই অনেকেই মাধ্যমিক উচ্চমাধ্যমিকের পর আরো অনেক দূর পড়াশোনা করেন। কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ডাক্তারি আরো অন্যান্য উচ্চ পদে পড়াশুনা করতে শুরু করে। তবে ২৯ বছর বয়সে এসে উচ্চ শিক্ষার সুযোগ পেলেন অভিনেত্রী আলিয়া ভাট। যেখানে তিনি শুধুমাত্র মাধ্যমিক পাশ।
সম্প্রতি আলিয়া ভাট নিজেই তার ইনস্টাগ্রামে এই খবরটি দিয়েছেন। আজ সকালেই তিনি মুম্বাই আইআইটি তে ভর্তি হয়েছেন। যদি কোন বিষয় নিয়ে তিনি পড়াশোনা শুরু করছেন তা এখনো জানা যায়নি। ইঞ্জিনিয়ারিং নাকি অন্য কোন লাইন বেছে নিয়েছেন আলিয়া তা এখনো স্পষ্ট নয় কারোর কাছে। আজ সকালে মুম্বাই আইআইটি কলেজে গিয়েছিলেন আলিয়া ভাট। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। তবে না আপনারা যেটা ভাবছেন তা নয়। পড়াশোনার জন্য নয় বরং নিজের আগামী ছবি ব্রহ্মাস্তের প্রচারের জন্যই গিয়েছিলেন আলিয়া ভাট। আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রথম একসাথে অভিনীত ছবি ব্রহ্মাস্ত্র।
ইতিমধ্যে এই ছবির একটি গান কেশারিয়া দারুণ জনপ্রিয়তা পেয়েছে দর্শক মহলে। অরিজিৎ সিং এর কন্ঠে এই গানকে দর্শক প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছেন রনবীর আলিয়া কে। এবারে দেখার অপেক্ষা আগামী দিনে ছবি মুক্তির পর দর্শকদের কি রিএকশন আসে। কতটা জনপ্রিয়তা ফেলতে পারে এই ছবি।