সিনেমা

জাতীয় পুরস্কারে সম্মানিত হলো বাংলা সিনেমা ‘অভিযাত্রিক’, দক্ষিণী ও বলিউড সিনেমা কে পিছনে ফেলে এগিয়ে গেল টলিউড, উচ্ছ্বসিত শ্রীলেখা

দক্ষিণী ও বলিউড সিনেমার সঙ্গে বাংলা সিনেমা এখন সমান পায়ে তাল মিলিয়ে চলবে। এক পদক্ষেপে এগিয়ে গেল তারই উদ্দেশ্যে। বাংলা সিনেমার “অভিযাত্রিক” বাজিমাত করল জাতীয় স্তরে। জাতীয় পুরস্কার আসতে চলেছে অভিযাত্রিকের ঝুলিতে।

৬৮ তম “জাতীয় চলচ্চিত্র পুরস্কার” পাচ্ছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত সিনেমা “অভিযাত্রিক”। সেরা সিনেমাটোগ্রাফিরের পুরস্কার পাবে এই চলচ্চিত্রটি। অভিযাত্রিকের সিনেমাটোগ্রাফার হলেন সুপ্রতিম ভোল। এই বিষয়ে একেবারে উচ্ছ্বসিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

শ্রীলেখা অভিনয় করেছেন অভিযাত্রিকে। সেই কারণেই অভিনেত্রীর আনন্দের বাঁধ নেই। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, “আমি খুব খুশি সুপ্রতীমের জন্য। এত খেটে কাজ করেছে। তাঁর স্বীকৃত পেল জাতীয় স্তরে। বলাইবাহুল্য, বলিউড-দক্ষিণের ভিড়ে বাজিমাত করে ফেলেছে ‘অভিযাত্রিক’।”

ছবির পোস্টার শেয়ার করে পরিচালক শুভ্রজিৎ মিত্র এই আনন্দ সংবাদ শেয়ার করে নিয়েছেন দর্শকদের সাথে। কমেন্ট সেকশন ভরে গিয়েছে অভিনন্দন বার্তায়। এই ছবিতে শ্রীলেখা মিত্রের পাশাপাশি অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় এবং আরো অনেকে। মোটকথা বাংলা চলচ্চিত্রের এরূপ জাতীয় স্তরের সম্মান উচ্ছ্বসিত করেছে বাংলার মানুষকেও।

Related Articles

Back to top button