সিনেমা

উত্তাল হয়ে উঠেছে নর্থ – ইস্ট! আয়ুষ্মানের সাথে এক অন্য ভারতের গল্প খুব শিগগির আসতে চলেছে পর্দায়

শুনতে খুব পছন্দ করি আমরা, আমি এই ইন্ডিয়ার সুরক্ষার জন্য কাজ করি। আয়ুষ্মান খুরানার গলাতে শোনা প্রথম এই সংলাপ দিয়েই শুরু হচ্ছে ‘অনেক’- এর ট্রেলার । যার এক ঝলকেই বুঝিয়ে দেবে পুরো ছবিতে ঠিক কী অপেক্ষা করছে। ভারত অনেক অংশে ভাগ থাকলেও তা ‘এক’!অনুভব সিনহা পরিচালিত এই জাতীয়তাবাদী প্রশ্নের সামনে দাঁড় করাবে সকল দর্শকদের। ভারতের মধ্যে বৈচিত্র্য আছে ঠিকই, কিন্তু অনেক সময় অনেকেই ভুলে যান ভারত ‘বৈচিত্র্যের মধ্যে এক’! এই ছবিতে সেই বিষয়টিকেই আরও মোটা হরফে দর্শকদের সামনে নিয়ে আসছেন পরিচালক। আছে উত্তর-পূর্ব ভারতের শান্তির প্রশ্নও।

আরও পড়ুন: হাতির কাছে মশা! ক্যান্সারের সাথে লড়াই করে কোভিডকে তুচ্ছ লাগতো ঐন্দ্রিলার!

অনুভব সিনহা ও আয়ুষ্মান খুরানা জুটি নিয়ে এসেছিল আগেও‘আর্টিকেল ১৫’-এর মতো ছবি। যেখানে সংবিধানে উল্লেখিত এক নির্দিষ্ট ধারাকে নিয়ে গোটা ছবির চিত্রনাট্য সাজানো হয়েছিল। মন ছুয়েছিল আপামর জনতার।সেই ভারতেরই আরও একটি দিক ‘অনেক’ ছবিতে তুলে ধরছেন অনুভব ও আয়ুষ্মান। বৃহস্পতিবার এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই যা মানুষের মনে সাড়া ফেলে দিয়েছে। এই ছবিতে আয়ুষ্মানকে প্রথমবার কোনও আন্ডার কভার পুলিশের ভূমিকায় দেখা যাবে। ট্রেলার দেখে যা বোঝা যায়, ছবির ইউএসপি হল— ভরপুর অ্যাকশন, মিনিটে মিনিটে দৃশ্যের পরিবর্তন, আঁটোসাঁটো চিত্রনাট্য ও দুর্দান্ত কিছু সংলাপ।

আরও পড়ুন: জিলিপি তে তো কম প্যাঁচ থাকে, ঋতুপর্ণা তাই আমৃতি! ঋতুপর্ণাকে প্যাঁচালো মনের বললেন খরাজ! কোন দিকে মোড় নিল ঘটনা?

ছবি এমন একটি বিষয়কে উসকে দিয়েছে যা নিয়ে আলোচনা শুরু হয়েছে।এই সিনেমার ট্রেলার আরও একটি বিষয়কে উস্কে দিয়েছে। যা হল সম্প্রতি তৈরি হওয়া ‘হিন্দি’ নিয়ে বিতর্ক। এই ট্রেলারের একটি দৃশ্যে দেখা যাচ্ছে আয়ুষ্মান খুরানার সঙ্গে এক ব্যক্তির ছোট্ট কথোপকথনের অংশ। যা থেকে স্পষ্ট ‘হিন্দি’ বলার উচ্চারণ দিয়ে কোন ভারতীয় কোন জায়গার তা বিচার করা উচিত নয়। দৃশ্যে থাকা ওই ব্যক্তিটিকে আয়ুষ্মান প্রশ্ন করেন যে, কেন তাঁকে উত্তর ভারতীয় বলে মনে হয়? ব্যক্তিটির উত্তর, যেহেতু তাঁর হিন্দি উচ্চারণ স্পষ্ট তাই মনে হয়েছে। যা শুনে আয়ুষ্মানের জবাব, ‘তাহলে হিন্দিই ঠিক করে দেয় কে উত্তরে আর কে দক্ষিণের?’

অনেক আগে থেকেই নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করেছেন আয়ুষ্মান। তিনি মনে করেন এই ছবি দেখার পর দর্শকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরবে তা হল, ‘ভারতীয় হওয়ার অর্থ কী?’ আগামী ২৭ মে বড় পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। থাপ্পড়, মুলক, আর্টিকেল ১৫-এর পর কী চমক নিয়ে আসছেন অনুভব? ছবি ২৭ তারিখের মুক্তির পরেই থাকবে আসল চমক।

Related Articles

Back to top button