সাজগোজে একেবারে রংমিলান্তি! বোনঝিকে নিয়ে একেবারে ফুচকা দোকানে হাজির মিমি চক্রবর্তী

প্রতি বছর বাড়ির সামনেই মাঠে মেলা বসে থাকে। তবে বাড়ির জানালা দিয়ে সেই মেলা দেখা গেলেও সামনে গিয়ে মেলা আর দেখার সুযোগ মেলে না কোনোদিন অভিনেত্রী মিমি চক্রবর্তীর। তবে এবার অবশেষে ছবি প্রচারের দৌলতেই হোক বা বোনঝির দৌলতে মেলাতে একেবারে ভাইঝিকে সাথে নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন খোদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ২০২২ সালে তাঁর এতদিনের মনের ইচ্ছে অবশেষে পূরণ হয়েছে। পর্দার বাইরেও বোনঝি মিনির সাথে বেশ আলাপ জমিয়ে নিয়েছেন অভিনেত্রী বেশ বোঝা গেলো মাসি বোনঝির সম্পর্কের সমীকরণ দেখে। শনিবার বোনঝির হাত ধরে পাড়ার মেলাতে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে শুধু মেলাতে যাওয়াই নয় মেলায় গিয়ে মাসী বোনঝি মিলে আরও কি কি মজা করলেন জেনে নিন।
মেলাতে গিয়ে সাংসদ তারকা একেবারে ছোট বাচ্চার মত হয়ে গিয়েছিলেন। বোনঝিকে সাথে নিয়ে মেলায় ফুচকা খেয়েছেন আবার মেলায় বিভিন্ন রাইডে চরেছিলেন দুজনে মিলে। শেষ পর্যন্ত মেলাতে গিয়ে অভিনেত্রী হাতে বন্দুক তুলে নিয়েছিলেন। বন্দুকের খেলাও খেলেছেন। কসবা রথতলায় এইভাবে ছবির প্রচার করতে একেবারে সবাইকে একসাথে নিয়ে হাজির হয়েছিল টিম’ মিনি। ‘ বোনঝি অয়ন্না চট্টোপাধ্যায়ের সাথে সারা মেলা একেবারে ঘুরে ঘুরে খুব মজা করেছেন অভিনেত্রী এইদিন। তবে শুধু বোনঝি নয় সাথে উপস্থিত হয়েছিলেন পরিচালক মৈনাক ভৌমিকও।
মেলাতে একসাথে ঘুরতে যাবেন আর দুজনেই একেবারে ম্যাচিং করে জামাকাপড় পড়বেন না সে কি হয় নাকি। তাইতো মাসি আর বোনঝি দুজনেই এই গরমে একেবারে সাদা টি শার্ট পরে বেরিয়েছিলেন। সেই টি শার্ট এ আবার মাঝখানে লেখা ছিল ‘মিনি’। স্বাভাবিকভাবেই মেলাতে সন্ধে বাড়ার সাথে সাথে ভিড় হতে থাকে মাঠে। তার সাথে সাথে মিমিকে দেখে আরও ভিড় জমাতে শুরু করেন অনেকেই। ছবির মুক্তির দিন যেহেতু আসন্ন তাই একেবারে ফুল টিম জোরকদমে লেগে পড়েছেন ছবির প্রচারের ক্ষেত্রে। ছবির প্রযোজক সম্পূর্ণা লাহিড়ি, রাহুল ভঞ্জ নানারকম নতুন নতুন পদ্ধতিতে ছবির প্রচারের ভাবনা বের করছেন। কিছুদিন আগে পরিচালক একটি ট্রেলারের মাধ্যমে মিমি ছাড়াই প্রচার করেছিলেন।
গরমের ছুটির উপহার হিসেবে খুব শীঘ্রই বড়ো পর্দায় আসতে চলেছে মিনি। যেখানে ঠাকুমা, দিদিমার প্রশ্রয় থেকে শুরু করে মাসির সাথে টক ঝাল এক মিষ্টি সম্পর্ক দেখাতে চলেছেন পরিচালক মৈনাক। ছবিতে আরও যাঁরা রয়েছেন , মিঠু চক্রবর্তী, কমলিনী বন্দ্যোপাধ্যায়, সপ্তর্ষি মৌলিক, রুদ্রজিৎ মুখোপাধ্যায় প্রমুখ। গানে স্যাভি, রণজয় ভট্টাচার্য, মৈনাক মজুমদার। গেয়েছেন সোমলতা আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, সায়নী মজুমদার, সুনিধি নায়েক। আগামী ৬ মে ছবি মুক্তি পেতে চলেছে।
View this post on Instagram