বঙ্কিমের আনন্দমঠ এর ওপর ভিত্তি করে সিনেমার পোস্টার তৈরি করতে দক্ষিণী পরিচালক রাজামৌলি বেছে নিলেন বাংলার এক মেয়েকে! নিজের প্যাশন ফলো করে একতা এখন বাংলা ছাড়িয়ে দক্ষিনে পাড়ি দিয়েছে

টলিউড বা বলিউডকে বাদ দিয়ে কেন দক্ষিণে সিনেমার এত বাড়বারন্ত? এই প্রশ্নের উত্তরে টলিউড এবং বলিউডের অভিনেতারাও স্বীকার করেন যে তাঁরা অপসংস্কৃতির শিকার। উল্টোদিকে দক্ষিণী সিনেমা তাঁদের প্রত্যেকটি গল্পে নিজেদের সংস্কৃতির স্পষ্ট ছাপ রেখে যায়। তেমনি আবারও একবার দক্ষিণের সিনেমায় থাকছে বাংলার সংস্কৃতির ছাপ। বাহুবলি এবং আর আর আর এর দৌলাতে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নাম এখন গোটা ভারতে পরিচিত। এবার এই বিখ্যাত পরিচালকের সহকারি অশ্বিন গঙ্গারাজু বঙ্কিমচন্দ্রের কালজয়ী বাংলা উপন্যাস ‘আনন্দমঠ’ নিয়ে ছবি বানাচ্ছেন। সেই ছবির নাম ‘১৭৭০’। এই ছবিতে অবদান থাকছে বাংলার এক কন্যারও।
সিনেমাটি যে উপন্যাস অর্থাৎ আনন্দমঠ এর উপর ভিত্তি করে তা বাংলার প্রেক্ষাপট। মোটকথা, ছবিটির প্রেক্ষাপটই বাংলাকে ঘিরে। এবার এই ছবির যিনি পোস্টার রচনা করেছেন তাঁর ব্যাপারে আসা যাক। একতা ভট্টাচার্য নামে এক বাঙালি কন্যার হাতের জাদুতে তৈরি হয়েছে এই পোস্টটার। ছবি আঁকা এই বাঙালি কন্যার প্যাশন। তিনি শুধু তাঁর প্যাশনকে ফলো করেছেন এবং তাঁকে ফলো করেছে সাকসেস। একটা বিগত কয়েক বছর ধরে যুক্ত রয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে। মূলত তিনি পোস্টার ডিজাইন করে থাকেন।
একতা জানিয়েছেন দক্ষিণ ভারতে এটি তাঁর প্রথম কাজ। তাও আবার “বন্দেমাতরম” এবং “আনন্দমঠ” এর মত উপন্যাসকে কেন্দ্র করে তৈরি হবে এই পোস্টার। এতে তাঁর আনন্দের সীমা ছাড়িয়েছে। তিনি বলেছেন, “ওঁরা কিন্তু আমাকে বলেই দিয়েছিলেন কী চাইছেন। কাঠামো তুলে ধরেছিলেন আমার চোখের সামনে। মোশন পোস্টার দেখলে বুঝবেন, একজন সুঠাম পুরুষকে দেখা যাচ্ছে। এই বেসিক ক্যারেক্টার স্কেচ ওঁরা আমাকে দিয়েই দিয়েছিলেন। জানিয়ে দিয়েছিলেন, হিরোকে কেমন দেখতে হবে। সেইটা ফলো করেই আমি কাজটা করেছি”।
একতা তাঁর বাবা-মাকে কথা দিয়েছিলেন ৩০ বছর বয়সের পর তিনি বাংলার বাইরে কাজ করবেন। আর সেই সময় যখন এলো তাঁর হাতে তখন তিনি সোজা দক্ষিণে সিনেমায় পোস্টার ডিজাইন করবেন। একটা এবং তার টিম নিজে হাতে “১৭৭০” এর পোস্টার মেকিং এর কাজ করেছেন। ১৫০ তম বর্ষপূর্তিতে এই উপন্যাসের উপর ভিত্তি করা এই সিনেমা বড় বাজেটের ছবি হয়ে আসতে চলেছে মানুষের কাছে। আর এত বড় একটি প্রজেক্টের অংশ বাঙালি কন্যা একতা।
একতার এই পোস্টারে ইতিমধ্যেই বেরিয়ে গেছে ১৭৭০ এর নাম। এই ছবির চিত্রনাট্য লিখেছেন এস এস রাজামৌলির বাবা কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ছবির সৃজন ও সৃষ্টির নেপথ্যে রয়েছেন বাঙালি পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। জানা যাচ্ছে ছবিটি বাংলা ভাষাতেও ডাব করা হবে। এক বিশিষ্ট বাংলা সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারের মাধ্যমে সমস্ত বিষয় জানিয়েছেন একতা।
View this post on Instagram