সে যুগেও বেশ আধুনিক নারী ছিলেন সত্যজিৎ রায়ের স্ত্রী বিমলা, ছবিতে সায়নীর প্রথম লুকেই সেই চিত্র সামনে এসেছে

বাঙালিকে বিশ্বের দরবারে গর্বের আসনে যাঁরা বসিয়েছেন তাঁদের মধ্যে একজন সত্যজিৎ রায়। আমরা বাঙালিরা সত্যজিৎ রায়ের দুরন্ত অনুরাগী। বাংলা ছবির পরিভাষাকে গোটা বিশ্বের সামনে এক নিজস্ব আঙ্গিকে বিন্যস্ত করেছিলেন তিনি৷ বাঙালিকে তিনি প্রথম দিয়েছিলেন একজন পুরোদস্তুর বাঙালিয়ানায় মোড়া এক গোয়েন্দা , যার নাম ফেলুদা। বাঙ্গালির নিজস্বতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি। তাঁর সৃষ্টি এবং অবদান শ্বাশ্বত। মননে , গ্রহণ যোগ্যতায় বাঙালির মনের মনি কোঠায় একটি স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন তিনি।
আগামী ১৩ মে পরিচালক অনীক দত্ত পরিচালিত ছবি অপরাজিত মুক্তি পেতে চলেছে বড়ো পর্দায়। তবে এই ছবিটি কালজয়ী সত্যজিৎ রায়ের জীবনী বিষয়ক কোনো ছবি নয়। পরিচালকের এক অনবদ্য সৃষ্টি, ‘পথের পাঁচালি’ সেই ছবির তৈরির নেপথ্যে কাহিনী নিয়ে যা মানুষের কাছে অজানা আজও তাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই ছবির মাধ্যমে। জনপ্রিয় টেলিভিশন অভিনেতা জিতু কমলকে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। জিতু কমলের সত্যজিৎ রায় হিসেবে প্রথম লুক অনেক আগেই দর্শকদের সামনে নিয়ে আসা হয়েছিল। হুবহু সেই লুক দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন সমস্ত দর্শকেরা। সোশ্যাল মিডিয়া জুড়ে ছবি নিয়ে বহু আগে থেকেই সত্যজিৎ প্রেমীদের মধ্য শোরগোল পড়েছে।
এবার সামনে এলো ছবিতে জিতু কমলের বিপরীতে সত্যজিৎ রায়ের স্ত্রী হিসেবে দেখা যাবে অভিনেত্রী সায়নী ঘোষকে। দীর্ঘদিন পর রাজনীতির বাইরে ছবির জগতে দেখা যাবে অভিনেত্রীকে তাও একেবারে অন্য মাত্রার একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী। আসন্ন ছবিতে বিমলার প্রথম লুকের মোট চারটি সাদা কালো ছবি শেয়ার করেছেন অভিনেত্রী লিখেছেন, বিমলার প্রথম লুক, ১৩ মে সপরিবারে দেখুন অপরাজিত।’ তবে এই ছবি প্রকাশ্যে আসার পরেই ফের তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে নেটবাসিরা অনেকেই মন্তব্য করেছেন, লুক দেখে বেশ বোঝা যায় তখনকার দিনের হলেও বিমলা যথেষ্ট আধুনিক মহিলা ছিলেন।
View this post on Instagram
অভিনেত্রীর পরনে দেখা গিয়েছে, চওড়া পাড়ের তাঁতের , সিল্কের শাড়ি এবং তার সাথে হালকা করে বাঁধা হাতখোপা। কোথাও পরেছেন গলায় সরু চেন ছোটো চাপা কানের, আবার কোথাও হাতে চুড়ি। একটি ছবিতে গায়ে কোট আবার মাথায় সাবেকি ভাবে সানগ্লাস তোলা রয়েছে। ছবিটি সাথে সাথে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।