সিনেমা

“রুহ বাবা আসছে মঞ্জুলিকা সাবধান! ” প্রকাশ্যে এলো ‘ভুল ভুলাইয়া ২’র টিজার

২০০৭ সালে মুক্তি পেয়েছিল বড়ো পর্দায় ‘ভুল ভুলাইয়া’। আজও দর্শকদের কাছে সেই ছবি সমান ভাবে দারুন সুপারহিট রয়ে গিয়েছে। ভৌতিক ছোঁয়া সাথে মনোবিজ্ঞানের অসাধারণ সামঞ্জস্য করে তৈরি করা হয়েছিল সেই ছবি। তবে খবর আগে মুক্তি পাওয়া ছবি নিয়ে নয়, তবে এই ছবির সাথে সম্পর্ক রয়েছে আজকের খবরের। এবার বড়ো পর্দায় আসতে চলেছে এই ছবির দ্বিতীয় অংশ অর্থাৎ, ‘ভুল ভুলাইয়া ২’র টিজার। প্রথম ছবি মুক্তি পর দীর্ঘ ১৪ বছর অতিক্রান্ত একবারও শোনা যায়নি দ্বিতীয় ভাগের প্রসঙ্গ কিন্তু এবার এই ছবির দ্বিতীয় ভাগের টিজার সামনে এসেছে যা দেখে রীতিমতো তাজ্জব হওয়ার সাথে সাথে উচ্ছাসিত দর্শকরা।

আরও পড়ুন: স্টার জলসার পর্দায় আসতে চলেছে বড়ো ধামাকা! চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড

তবে এবারের দ্বিতীয় ভাগে কিছু রদবদল ঘটেছে ছবির ক্ষেত্রে।’ আমি যে তোমার ‘ সেই বিখ্যাত গানের সূত্র দিয়েই মঞ্জুলিকার গানে ছবির টিজার দেখা গিয়েছে পর্দায়। তবে এবার আর অক্ষয় কুমারের দেখা মেলেনি তবে যাঁকে দেখা গিয়েছে তিনিও হিন্দি জগতে কম জনপ্রিয় নন। কার্তিক আরিয়ানকে ছবির নতুন মুখ হিসেবে টিজারে এক ঝলক দেখা মিলেছে। কার্তিককে ছবিতে দেখে দর্শকদের আনন্দ যেনো ধরেনা।

২০০৭ সালের প্রথম অংশে অভিনেতা অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল ছবিতে একজন মনোবিদের ভূমিকায়। এবার সেই দায়িত্ব নিয়েছেন কার্তিক। ছবির প্রেক্ষাপটে প্রথম অংশে দেখা গিয়েছিল, বন্ধু সিদ্ধার্থের ভূমিকায় ছিলেন সাইনি আহুজা যাঁর স্ত্রী অর্থাৎ অবনীর ভূমিকায় ছিলেন অভিনেত্রী বিদ্যা বালান তাঁর এক বিশেষ ভুতুড়ে রোগ সারানোর জন্য হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। সেইসময় অক্ষয় কুমারের ছবিতে এক অসাধারণ অভিনয় এককথায় মন কেড়ে নিয়েছিল আপামর দর্শকদের। প্রিয়দর্শন ছিলেন প্রথম ছবিটির পরিচালনার দায়িত্বে।

আরও পড়ুন: নববর্ষের প্রাক মুহূর্তে বাংলা অভিনয়ের জগতে ইন্দ্রানী হালদারের নাম প্রকাশিত হলো ভারতীয় ডাকটিকিট বিভাগে! বিশেষ সম্মান প্রাপ্তিতে আপ্লুত অভিনেত্রী

‘ভুল ভুলাইয়া ২’ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে টি সিরিজ এবং পরিচালনা করছেন আনিস বাজমি। ছবিটির চিত্রনাট্য লেখার দায়িত্বে রয়েছেন ফারহাদ শামজি এবং আকাশ কৌশিক। কার্তিক আরিয়ান রয়েছেন ছবিতে অক্ষয়ের ভূমিকায়। তাব্বু, কিয়ারা আডবাণী, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্রের মতো বহু গুণী অভিনেতা অভিনেত্রী দের দেখা যাবে ছবিতে। বহু পূর্বেই ছবিটি মুক্তির কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যায় এবার আগামী ২০ মে ছবির মুক্তির দিন ধার্য করা হয়েছে। ছবির টিজার অভিনেতা নিজেই পোস্ট করেছেন, কার্তিক আরিয়ানের থেকে দর্শকের ছবি নিয়ে অনেক আশা রয়েছে এখন দেখার অভিনেতা কতটা পূরণ করতে পারেন।

 

View this post on Instagram

 

A post shared by KARTIK AARYAN (@kartikaaryan)

Related Articles

Back to top button