সিনেমা

কোটি কোটি টাকার মালিক হয়েও সাদামাটা জীবন কাটান অনন্যা! ১ লাখ ৭৫ হাজার মূল্যের পোশাক পরে লোকাল ট্রেনে চড়েন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে, আবারও একবার নেটিজেনদের ট্রোলের শিকার অভিনেত্রী

বলিউড অভিনেতা অভিনেত্রীরা হামেশাই নিজেদের কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে পড়েন। বিশেষ করে বলিউড স্টার কিডরা হামেশাই নেটিজেনদের ট্রোল, কটাক্ষের শিকার হয়ে থাকেন। তার মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী অনন্যা পান্ডে। ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই অনন্যা নেটিজেনদের ট্রোলের সম্মুখীন হয়েছে একাধিকবার। খুব শীঘ্রই পর্দায় মুক্তি পেতে চলেছে অনন্যা পান্ডে এবং জনপ্রিয় তেলেগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার অভিনীত ছবি লাইগার। ইতিমধ্যেই জোরকদমে এই ছবির প্রচার শুরু করে দিয়েছেন সকলে।

আর সম্প্রতি তাদের একটি প্রচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে। ছবির প্রমোশনের জন্য সকল অভিনেতা অভিনেত্রীদেরই বিভিন্ন জায়গায় যেতে দেখা যায়। এবারে ছবির প্রচারের জন্য দুই তারকা কে লোকাল ট্রেনে চড়তে দেখা গেলো। মুম্বাইয়ের লোকাল ট্রেনে চড়ে ছবির প্রচার সারলেন দুজনে। ভিডিওতে অনন্যা পান্ডে কে একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছে। একদম সাধারণ লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

প্রচারের সময় অভিনেত্রীকে দেখা গিয়েছে, একটি হলুদ রঙের ক্রপ টপ এবং তাঁর সঙ্গে ম্যাচিং ফ্লেয়ারড জিন্সে এবং তার সঙ্গে মানানসই একজোড়া সিলভার হুপ ইয়ারিং। অনন্যার পরনের পোশাকটির মূল্য আনুমানিক ১ লাখ ৭৫ হাজার টাকা। অভিনেত্রীর পোশাকটি দেখতে সাধারণ হলেই তার মূল্য সত্যি আকাশছোঁয়া। সাধারণত মানুষের কাছে সত্যি অবিশ্বাস্য দাম। অভিনেত্রী বরাবরই নিজের ফ্যাশন নিয়ে চর্চায় থাকেন। সোশ্যাল মিডিয়াতে হামেশাই তাকে বিভিন্ন পোশাকে দেখা যায়।

দক্ষিণী সুপারস্টার বিজয়ের সাথে এটি অনন্যার প্রথম কাজ। তাই সকল নেটিজেনরাই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই ছবি মুক্তির জন্য। এবারে দেখার অপেক্ষা কবে এই ছবি মুক্তি পায় এবং তা দেখে দর্শকদের কি প্রতিক্রিয়া হয় এবং এই ছবি সিনেমা হলে কতটা ভালো ব্যবসা করতে পারবে।

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

Related Articles

Back to top button