প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাড়িতেই পতাকা উত্তোলন করলেন বলিউডের মিস্টার পারফেকসনিস্ট, তবে কি এবার দর্শকের মন যোগানোর চেষ্টা করছেন আমির? প্রশ্ন নেটাগরিকদের

এবছর ১৫ ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে পালিত হবে ৭৫ বছর পূর্তির উৎসব। এই ৭৫ বছর পূর্তি উপলক্ষে গোটা ভারতবর্ষে পালিত হচ্ছে “আজাদি কি অমৃত মহোৎসব”। আর এর কারণেই চালু হয়েছে এক নতুন ক্যাম্পেইন। কেন্দ্রীয় তরফে এর নাম দেওয়া হয়েছে “হর ঘর তিরাঙ্গা”। এ ক্যাম্পেনে বলা হয়েছে এবছর পতাকা উত্তোলন করা হবে প্রত্যেকটি ঘরে ঘরে। সাধারণ মানুষ তো পালন করছেনই। তার সাথে পালন করছেন তাবড় তাবড় অভিনেতা – অভিনেত্রীরাও। সকলের মতোই এই উৎসবে শামিল হয়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্টও।
কিন্তু এতেও হল বিপত্তি। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই মুম্বাইয়ে নিজের বাড়িতে পতাকা উত্তোলন করলেন আমির। যেদিন আমির ও কারিনা কাপুর অভিনীত সিনেমা “লাল সিং চাড্ডা” মুক্তি পায় তার পরের দিনই নিজের মুম্বাইয়ের বাড়িতে দেখা মেলে বলিউডের পারফেকশনিস্ট এর। মুম্বাইয়ের ওই বাড়ির ব্যালকনিতে মেয়ে ইরা খানের সাথে দাঁড়িয়ে ছিলেন অভিনেতা। তার ছাদের এক কোনায় লাগানো ছিল ভারতবর্ষের জাতীয় পতাকা। কিছুক্ষণের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলে কটাক্ষ ওঠে নেটিজেনদের তরফ থেকে।
এই কটাক্ষে শোনা যায়, ক্ষতিপূরণের চেষ্টা করছেন আমির। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত আমিরের সিনেমা “লাল সিং চাড্ডা” মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। প্রসঙ্গত আমির বলিউডের এমন একজন অভিনেতা যিনি খুব কম সিনেমায় অভিনয় করেন কিন্তু সেগুলি হয় সুপার ডুপার হিট। কিন্তু এবারে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। গত ১১ ই আগস্ট মুক্তি পায় “লাল সিং চাড্ডা”। আর সেই মুক্তির পরের দিন মাত্র ৭ কোটি টাকা তুলতে পেরেছিল ছবিটি। এতে হতাশাগ্রস্ত হন ছবির নির্মাতারা।
সূত্রের খবর, ১৩০০ শো কমিয়ে দেওয়া হয়েছিল ১২ ই আগস্ট অর্থাৎ ছবি মুক্তির পরের দিনই লাল সিং চাড্ডার। আরো ১৫০০ শো কমেছে শুক্রবার। চিত্র সমালোচকরা বলছেন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে “লাল সিং চাড্ডা”। মুক্তির পরের দিন ১২ কোটি টাকার ব্যবসা করেছে সিনেমাটি। এর ফলে চলতি বছরের সব থেকে বড় তৃতীয় ওপেনিং সিনেমা হয়েছে এটি। বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন মিলিয়ে বক্স অফিসে মোট সংগ্রহ হয়েছে ১৯ কোটি টাকা। ব্যবসার হার কমে দাড়িয়েছে ৪০ শতাংশ। সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা বলিউডের মিস্টার পারফেকশনেস্ট আমির খান অভিনীত সিনেমা “লাল সিং চাড্ডার”।