সিনেমা

‘আগে অভিনয়টা শেখ’, লাইগারে হলিউডের সেরা অভিনেতা সংলাপ নিয়ে ট্রোলড অনন্যা, বেফাঁস মন্তব্য করার কারণে আবারো ট্রোল হলেন বলিউডের স্টার কিড অনন্যা পান্ডে

বর্তমানে বলিউডের খুবই খারাপ সময় চলছে। একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে সিনেমা হলে। কিছুদিন আগেই সিনেমা হলে মুখ থুবড়ে পড়েছিল আমির খান অভিনীত ছবি ‘লাল সিং চাড্ডা’। নেটিজেনদের একাংশ এই ছবি বয়কট এর দাবি জানিয়েছিল। এরপরই মুক্তি পাওয়া ছবি Liger কে নিয়েও তর্ক-বিতর্কের শেষ ছিল না। ছবিতে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার বিজয় এবং বলিউডের স্টার কিড অনন্যা পান্ডে কে দেখা গিয়েছে একসঙ্গে ছুটি বাঁধতে। তাদের প্রথম জুটি বেঁধে ছবি নিয়ে অনেকের মনে অনেক রকম প্রত্যাশা ছিল। কিন্তু সকলের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি দুজনে। ছবি মুক্তি পাওয়ার পর এই নানান রকম বিতর্ক উঠে এসেছে এই ছবি নিয়ে। ছবি মুক্তির পরেই অনন্যা পান্ডের এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা অভিনেত্রীকে নিয়ে ট্রোল করা হয়।

টুইটারে নানানরকম মন্তব্য করা হয়েছে অনন্যা পান্ডে কে নিয়ে “আগে বলিউডে ঠিক করে অভিনয়টা শেখ। তারপর হলিউড।” অন্য এক নেটিজেন হলিউড তারকা স্কার্টলেট জনসন, এমা ওয়াটসনের কথা উল্লেখ করে লিখেছেন, “মানেটা কি? এই হলিউড অভিনেত্রীরা এবার অনন্যা পান্ডের সঙ্গে প্রতিযোগীতায় নামবে?” এক নেটিজেন তো আবার প্রশ্ন তুলেছেন, “কোন লেখক এই ধরণের সংলাপ লিখেছে?”এর আগেও অবশ্য অভিনেত্রীকে বারংবার ট্রোলের মুখে পড়তে হয়েছে।

ছবিটি হিন্দি ভাষা ছাড়াও তামিল , কানাডা, তেলুগুতে রিলিজ হয়েছে। দেশজুড়ে এই ছবি মোট ২ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে। ছবিতে বিজয়ের জনপ্রিয়তাই ছবিটিকে আরো জনপ্রিয় করে তুলবে বলেই আশা করে ছিলেন নেটিজেনরা। কিন্তু, গোটা দেশে এই ছবির প্রথম দিনের সংগ্রহ মাত্র ২১ থেকে ২৩ কোটি এবং বেশিরভাগটাই সংগ্রহ হয়েছে তেলুগু দর্শকের থেকে। কিন্তু বিজয় দেবেরাকোন্ডা বলিউডে ডেবিউ করার জন্য পারিশ্রমিক হিসাবে নিয়েছেন ৩৫ কোটি টাকা। অন্যদিকে অনন্যা পান্ডে মাত্র তিন কোটি টাকা।

Related Articles

Back to top button