নতুন জুটি হিসেবে বনি-আয়ুশী জনপ্রিয়তা পাচ্ছে! তাহলে কি বনি-কৌশানী জুটি পুরনো হয়ে গেলো?

টলিপাড়ার চর্চিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। সম্পর্ক কেবল ছবিতেই নয় এই জুটি কিন্তু দীর্ঘ বছর ধরে সম্পর্কে আবদ্ধ রয়েছেন একথা কারোর কাছে অজানা নয়। এই সম্পর্কের বিষয়ে একাধিকবার একাধিক জায়গায় মুখ খুলেছেন এই জুটি। তবে এবার কি এই জুটির প্রেম ভেঙে গেল নাকি? অভিনেতা বনির সাথে কৌশানির পরিবর্তে আয়ুশী তালুকদারকে দেখা যাচ্ছে। তবে তাদের দেখা যাচ্ছে একেবারে এক অন্য জায়গায়, আর্চির গ্যালারি’তে। গ্রিটিংস কার্ডের দোকানে বারবার একসাথে দেখা মিলছে এই জুটির। তাহলে নেপথ্যে আসল কাহিনী কি লুকিয়ে রয়েছে? শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন: বিয়ের বছর ঘুরতে ঘুরতেই কি মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ? জল্পনা সোশ্যাল মিডিয়া জুড়ে
তবে বনি সেনগুপ্ত, আয়ুশী তালুকদারকে কেউই এই ব্যাপারে কিছু না জানালেও, জানিয়েছেন অন্য আরেক জন। তিনি হলেন বাংলার বিখ্যাত একজন পরিচালক প্রমিতা ভট্টাচার্য। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, পর্দার ক্ষেত্রে বনি- কৌশানী কে একসাথে দেখে দেখে দর্শকদের চোখে সয়ে গিয়েছে তাই দর্শককে নতুন জুটি হিসেবে দেখানোর জন্য বনি-আয়ুশী জুটিকে নিয়ে আসা হয়েছে। যা নতুন জুটি রূপে দুজনেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ইতিমধ্যেই। তারপরেই তিনি ছবি সম্পর্কে কিছু তথ্য ফাঁস করে জানিয়েছেন, আগের দর্শকের প্রেম সম্পর্কে সেভাবে খুব একটা সেলিব্রেশন বর্তমান সময়ে আর চোখে পড়ে না।
গ্রিটিংস কার্ডের রেওয়াজ কে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার জন্যই এই চিন্তা ভাবনায় ছবিকে তৈরি করা হচ্ছে। আর্চির গ্যালারি’ এর মাধ্যমে পুরনো অভ্যেস গুলোকে ফের পর্দায় ফেরানোর নতুন চেষ্টা করা হচ্ছে। রাজা চন্দ প্রথম জুটি হিসেবে বনি আয়ুশী কে বেছেছিলেন। এই নিয়ে তাঁদের একসাথে তিনটে ছবি হতে চলেছে। আম্রপালী ও হীরকগড়ের হীরে ছবিতে এর আগেও এই জুটিকে একসাথে দেখা গিয়েছিল। তবে এবারের ছবি মুক্তি পেতে চলেছে, ‘এসসি এন্টারটেইনমেন্ট’- ব্যানারের পক্ষ থেকে।
আরও পড়ুন: ছোট ইউভানের প্রথম স্কুলে যাওয়ার দিন! মা শুভশ্রী গাঙ্গুলি ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন সেই ছবি
ছবিতে মূল চরিত্রে ছাড়াও আরো রয়েছেন অভিনয়ের ক্ষেত্রে অভিনেতা রজতাভ দত্ত। পয়লা বৈশাখের পরেই ছবির শুটিং শুরু হতে চলেছে। ছবিতে ভিন্ন মাত্রার তিনটি গান অনীক ধরের গলায় থাকবে। বর্তমানে নানা রহস্যের রোমাঞ্চের ছবির মাঝে একেবারে অন্যরকম থিমের ওপর ভিত্তি করে প্রেমের গল্পের আগমন সম্পর্কে বলতে গিয়ে প্রমিতা জানিয়েছেন, সেই আগের দিনের গ্রিটিংস কার্ডের অভ্যেসের জায়গা তিনি নিজে ভীষণ মিস করেন তাই তাঁর এমন নতুন ভাবনার উদ্ভব ঘটেছে মাথায়। এবার দেখার বিষয় বনি আয়ুশীর মাধ্যমে এই ছবি প্রেমের রঙে কতটা রাঙিয়ে দিতে পারে দর্শকদের মন।