সিনেমা

প্রচুর টাকা কামিয়ে নিলো করণ জোহার! বলিউডের দিন কি তবে ফিরতে পারবে? ৫ দিনে ১৫০ কোটি ইনকাম করল ব্রহ্মাস্ত্র! অন্যদিকে আবার বুকিংও কমেছে ২০%

রণবীর আলিয়া অভিনীত সিনেমা ব্রহ্মাস্ত্র রিলিজ হয়েছিল গত সপ্তাহে। ইতিমধ্যেই সেই সিনেমা পা রেখেছে দ্বিতীয় সপ্তাহতে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ তে পা রাখতেই সিনেমার টিকিট বিক্রির হার কিন্তু অনেকটাই কমেছে। তার কারণ হিসেবে ধরা হচ্ছে মানুষের দ্বিমত। শুরুতে বেশ ভালই ব্যবসা করলেও এবার ধীরে ধীরে হোঁচট খেতে দেখা যাচ্ছে এ সিনেমাকে। ছবি মুক্তির পঞ্চম দিনে দেশের মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনে মোট ১২.৫ কোটির টিকিট বিক্রি হয়েছে ব্রহ্মাস্ত্রর। যার মধ্যে ছবির হিন্দি ভার্সনই উপার্জন করেছে ১১.৩ কোটি টাকা। এর সুবাদে মুক্তির পঞ্চম দিনেই দেশের বক্স অফিসে ব্রহ্মাস্ত্রর নেট আয় ১৫০ কোটির গণ্ডি পার করেছে। আপতত এই ছবির ঝুলিতে নেট আয় রয়েছে ১৫৪.৯০ কোটি টাকা।

গত সোমবার এই ছবি উপার্জন প্রায় ১৬ কোটি টাকা। ফল স্বরূপ বোঝাই যাচ্ছিল দু-দিনের কালেকশনে প্রায় ২০% টাকার ফারাক রয়েছে। তবে গত রবিবার কিন্তু এই ছবির সর্বোচ্চ ইনকাম হয়েছে ৪০ কোটি টাকা। তবে এই ছবির বাজেট কিন্তু অনেক বেশি। মোট ৪১০ কোটির বাজেট এই সিনেমার। তাই এই সিনেমাকে হিটের কখনো পেতে হলে এখনো আরো অনেকটা সফর করতে হবে। নিম্নে প্রত্যেকদিনের ইনকামের একটি তালিকা দেওয়া হল –
শুক্রবার- ৩১.৫০ কোটি+
শনিবার- ৩৭.৫ কোটি+
রবিবার- ৩৯.৫০ কোটি+
সোমবার- ১৬ কোটি+
মঙ্গলবার- ১২.৫ কোটি+
অর্থাৎ দেখতেই পাচ্ছেন সিনেমা মুক্তি দিনের থেকে রবিবার পর্যন্ত টাকার পরিমাণ বাড়লেও গত দুদিন ধরে টাকার পরিমান বেশ খানিকটা কমেছে বলা যায়।

গত ৯ সেপ্টেম্বর সিনেমাটি হিন্দি ছাড়াও মুক্তি পেয়েছে আরো পাঁচটি ভাষায়। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম এই পাঁচটি ভাষাতেও দেখতে পাওয়া গেছে সিনেমাটিকে। প্রসঙ্গত এই সিনেমাতে রণবীর, আলিয়া ছাড়াও দেখতে পাওয়া গেছে অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়কে। এছাড়াও কেন চরিত্রে দেখতে পাওয়া গেছে দীপিকা পাড়ুকোন এবং শাহরুখ খানকে। সিনেমাটি শুরু হয়েছিল সেবা আর ইসার প্রেম কাহিনী উপর। তারপরে সেই সিনেমাটি ঘুরে দাঁড়ায় শুভ অশুভের লড়াইয়ের মধ্যে। এত ভালো একটি কনটেন্ট এর উপর সিনেমাটা তৈরি হচ্ছিল কিন্তু সেই সিনেমা হঠাৎ করে শেষ পর্যন্ত ঘুরে গিয়ে দাঁড়ায় প্রেম কাহিনীতে। এটাই সিনেমাটির মূল মাইনাস পয়েন্ট। এমনটাই মনে করছেন দর্শক।

তবে গত মঙ্গলবার রাতে একটা বড়সড়ো ইশারা দিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। আসলে দর্শকের একটা বিশাল অংশের চাহিদা ছিল যে শাহরুখ খানের বানারাস্ত্র নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি তারা দেখতে চায়। সেই বিষয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করার ইশারা দিয়ে পরিচালক অয়ন মুখোপাধ্যায় বলেন, “অনুরাগীরা বলার আগেই আমরা এ বিষয়ে পরিকল্পনা করছিলাম। ২০১৯-এ যখন শাহরুখের দৃশ্যটির শ্যুট হচ্ছিল, তখনই আমরা ভেবেছিলাম। শাহরুখের চরিত্রটিকে শুধু মাত্র ‘ক্যামিও’ হিসেবে রেখে দিতে নারাজ অয়ন। তিনি বললেন, আমার সহকারীরাও আমার সঙ্গে একমত। তাই আমরা স্পিন অফ নিয়ে পরিকল্পনা শুরু করেছি।”

Related Articles

Back to top button