সিনেমা

মাইলস্টোন ছুঁতে বাকি আর কিছু মুহূর্ত! বক্স অফিসে ‘আরআরআর’ সিনেমা ভেঙে দিয়েছে সব রেকর্ড

দক্ষিণী ছবি ‘ আরআরআর ‘ এর ১০০০ কোটি ছুঁয়ে ফেলতে বাকি নেই আর বেশি সময়! বক্স অফিসে দুর্দান্ত ভাবে চলছে দক্ষিণী এই ছবি। সমস্ত ছবিকে পেছনে ফেলে টপকে একেবারে ১০০০ কোটির দোরগোড়ায় হাজির হতে আর কিছু সময়ের অপেক্ষা মাত্র। বিগত কয়েক সপ্তাহ ধরেই রাজামৌলির এই ছবি ঘিরে উত্তেজনা কম ছিলনা। একের পর এক রেকর্ড ব্রেক করে জনপ্রিয়তা লাভ করে চলেছে বক্স অফিসে। মাইলফলক ছুঁতে আর বেশি বাকি নেই ! কিছুদিন আগেই সাফল্যের আনন্দে এক পার্টির আয়োজন পর্যন্ত করা হয়েছিল। সময় পেরোনোর সাথে সাথে আসতে আসতে ক্রমশ কমছে কালেকশনের মাত্রা।

আরও পড়ুন: “তুমি-ই আমার শান্তি”, মনের মানুষের সাথে ছবি দিয়ে দর্শকদের সাথে পরিচয় পর্ব সেরে ফেললেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী

তবে সিনেমার বিগত দুই সপ্তাহ জুড়ে বক্স অফিসে বাজার সত্যিই অবিশ্বাস্য ছিল! প্রথম সপ্তাহে ৭০৯.৩৬ কোটি, দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে ৪১.৫৩ কোটি, দ্বিতীয় দিনে ৬৮.১৭ কোটি, তৃতীয় দিনে ৮২.৪০ কোটি, চতুর্থ দিনে ২০.৩৪ কোটি, পঞ্চম দিনে ১৭.৬১ কোটি, ষষ্ঠ দিনে ১৫.২৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। তবে একটা কথা মানতেই হয়, রাজামৌলীর এই ছবি মুক্তির সময় তেমন ভাবে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে ছবি একাই কামাল করে দিয়েছে। ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে আলাদা রকম উচ্ছাস দেখা গিয়েছিল।

তবে এবার বিশেষজ্ঞ মহল ধারণা করছে, যশ অভিনীত ‘কে জি এফ চ্যাপ্টার ২ ‘ এর দাপটে বাজার কিছুটা হলেও নামবে আরআরআর এর। আবার এই সপ্তাহেই মুক্তি পেতে চলেছে, বিজয় অভিনীত ‘বিস্ট’ ছবি। কে জি এফ ঝড়ে যে এবার বাজার কমবে একথা বেশ আন্দাজ করা যাচ্ছে। দর্শক এবার কাবু হবে এই সিনেমার দাপটে। তাই হাজার কোটির মাইলফলক স্পর্শ করতে পারে নাকি এটাই এখন দেখার আসল বিষয়।

আরও পড়ুন: “মাইক বাজিয়ে কেন আজান দেন ওঁরা?”, – রমজান মাসে মুসলিমদের আজান দেওয়া প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য ছুঁড়ে দিলেন অনুরাধা পোড়ওয়াল

কিছুদিন আগে ছবির সাফল্য নিয়ে যে পার্টির আয়োজন করা হয়েছিল সেখানে ইতিমধ্যেই ছবির সিকুয়াল প্রসঙ্গে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। জুনিয়র এন টি আর জানিয়েছেন, এই ছবির দ্বিতীয় ভাগ না বানানো হলে দর্শকরা কোনোভাবেই শান্তি দেবে না। তার মানেই আগেভাগেই ইঙ্গিত পাওয়া গিয়েছে এই ছবির দ্বিতীয় ভাগ ও আসবে। তবে কবে সে নিয়ে কোনো মন্তব্য করেননি কেউই। রাজামৌলি জানিয়েছেন, কেবলমাত্র বক্স অফিসে ব্যাবসার কারণে নয় উলটে দুই ভাইয়ের সাথে তিনি বেশ মজার সময় কাটাতে পারছেন এটাই তাঁর কাছে বড়ো প্রাপ্তি।

Related Articles

Back to top button