পুরস্কার বিতরণীর মঞ্চে বি টাউনের অভিনেতা অভিনেত্রীদের জয়জয়কার! Jai bhim পেলো সেরা ছবির তকমা।

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের নিয়ে এখন জোর আলোচনা চলছে সারা নেট দুনিয়া জুড়ে। আর আলোচনা হবে নাই বা কেনো। একের পর এক পুরস্কার উঠে এসেছে বি টাউনের অভিনেতা অভিনেত্রীদের ঝুলিতে। বিরাট সাফল্য অর্জন করেছে। সোমবার ছিল দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই মঞ্চ থেকে সেরার সেরা পুরস্কার গুলি তুলে দেওয়া হয়েছে। যা নিয়ে আগে থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল। তবে একের পর এক অভিনেতা অভিনেত্রীদের হাতে পুরস্কার আসার পর সেই উত্তেজনা যেনো আরও তিনগুণ হয়ে গিয়েছে। খুশির উল্লাসে ভেসেছে বলিউড। বলিউডের তারকাদের একের পর এক জয়জয়কার ঘোষিত হয়েছে মঞ্চ জুড়ে।
বিশিষ্ঠ অভিনেতা ফারহান আখতার পেয়েছেন, Best Film Award । সৌজন্যে ছবি “Toofan”। এই ছবির জন্য তিনি একা নন, টাব্বু পেয়েছেন সেরা অভিনেত্রীই তকমা। ২০২১ সালে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। পরিচালক হিসেবে ছিলেন ওমপ্রকাশ মেহেতা। ম্রুণাল ঠাকুর ছিলেন ছবিতে ফারহানের উল্টো দিকে অভিনয়ে মুখ্য চরিত্র হিসেবে। পরেশ রাওয়ালকে ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল। অন্যদিকে তামিল ছবি, Jai Bhim পেয়েছে সেরা ছবির পুরস্কারের তকমা। Suriya ছিলেন এই ছবির মুখ্য চরিত্র। TJ Gyanvel ছিলেন ছবির পরিচালনার দায়িত্ব। দক্ষিণী অভিনেত্রী মনিকান্দানকে সেরা দক্ষিণী অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে এই মঞ্চ থেকেই।
জুরি স্পেশাল পুরস্কারের দিকে বিচার করলে ‘Chehre’ নামের বলিউড মুভি পেয়েছে সেরার পুরস্কার। অভিনয় করেছিলেন, অমিতাভ বচ্চন ও ইমরান হাসমি। এই ছবির জন্যই জুড়ি বিভাগে সেরা পুরস্কার জিতে নিয়েছেন, এরগাল এবং নাতা সম্রাট। ছবিটির পরিচালনা করেছেন, রুমি জ্যাফরে। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রিয়া চক্রবর্ত্তীর চরিত্র। ছবিটি প্রথমে বড়ো পর্দায় মুক্তি পেলেও পরে ওটিটি তে মুক্তি পেয়েছিল।
আরও পড়ুন: এবার ভাইজানের ভক্ত সংখ্যা নিয়ে বিদ্রুপে বিঁধলেন কেআরকে! ভাইরাল হলো সেই পোস্ট
এবার এত বড়ো মঞ্চ থেকে সম্মানিত হওয়ার সুযোগ পেলো। বলিউডের জয়জয়কার একেবারে সারা মঞ্চ জুড়ে। সেরা অভিনেতা থেকে সেরা ছবির তকমা। ১২ তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডসের পুরস্কার মঞ্চে একাধিক পুরস্কার এসেছে টিনসেল টাউনের তারকাদের হাতে। তাতেই খুশি আপামর জনতা থেকে তারকারা। খুশির উল্লাস সর্বত্র।