“দেবদা আমার অভিনয়ের শংসাপত্র। ভয়ের কারণ হতে যাবেন কেন?”- প্রথম দেবের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করে অভিজ্ঞতা শেয়ার করলেন দেবচন্দ্রিমা

ছোট পর্দার চেনা অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। এবার অভিনেত্রীকে বড়ো পর্দায় দেখা যাবে তাও আবার একেবারে সুপারস্টার দেবের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবেন তিনি। পর্দায় দেব কে বরাবর ছক্কা হাঁকান সেকথা অনুরাগীদের অজানা নয় তবে বাস্তব জীবনে প্রেমিক হিসেবে কি কেমন সেই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে একেবারে অকপট দেবচন্দ্রিমা সিংহ রায়। প্রথমেই অভিনেত্রী জানিয়েছেন, দেবের বিপরীতে প্রথম বড়ো পর্দায় কাজ করতে খুব খুশি হয়েছেন এমনকি আশা করছেন ভক্তরাও তাঁর অভিনয় পছন্দ করবে। তবে এই বড়ো পর্দায় আসা কিভাবে সম্ভব হলো সেই সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন, জুন মালিয়ার সাথে সাঁঝের বাতি ধারাবাহিকে কাজের সুবাদে তিনিই দেবের সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন। তারপরেই দেবের থেকে বড়ো পর্দার জন্য, ছবি কিশমিশ এ অভিনয় করার সুযোগ পেয়েছিলেন।
আরও পড়ুন: দ্বিতীয় বিয়ের জন্য কি ভাবনা চিন্তা করছেন করিশ্মা কপূর? জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী স্বয়ং
প্রথম শটের অভিজ্ঞতা জানতে চাওয়া হলে অভিনেত্রী জানিয়েছেন, প্রযোজক হিসেবে দেব সবার প্রতি খুব যত্নশীল। নতুন কাজে কেউ গেলে তাঁকে সেই বিষয়টা বুঝতেই দেন না। খুব তিন চার দিনের এই শুটিং করতে গিয়ে ভীষণ ব্যস্ত থেকেছেন অভিনেত্রী। ধারাবাহিকের শুটিং শেষ করে ছবির শুটিং করতে যেতেন। প্রথম শুটিং দিনই দেবের সাথে একসাথে অভিনয় করতে গিয়ে দুজনের মাথায় ঠোকা লেগেছিল। তবে অভিনেতা দেব কে এইভাবে ছাত্রের চরিত্রে যে বেশ মানিয়েছে অভিনেত্রী জানিয়েছেন। কোঁকড়া চুল, গোল চশমা পরে একেবারে মিষ্টি বাচ্চার মত লাগছিল দেখতে দেবকে। তবে ছবিতে চার রকমের প্রতিটা লুকেই দারুন লাগবে দেবকে তাই জানিয়েছেন। অভিনেত্রী দেবচন্দ্রিমার মতে মানুষ হিসেবে দেব অনেক বেশি ভালো। সবার সব সমস্যা একা হাতে সামলানোর ক্ষমতা রাখেন তিনি।
অভিনেত্রী দেবের চরিত্রে একটি নেগেটিভ দিক তুলে ধরেছেন যেখানে জানিয়েছেন প্রেমিক হিসেবে পর্দার দেব একেবারে ভালো নয়। তবে কেনো ভালো নয় সেই বিষয় যদিও খোলসা করেননি অভিনেত্রী। সহ অভিনেতা রিজওয়ান রব্বানির সাথে সম্পর্ক নিয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিন বছরের অধিক সময় একসাথে কাজ করার সুবাদে বন্ধুত্বের সম্পর্ক ভালো হয়েছে তবে সেই সম্পর্ককে প্রেম বলতে নারাজ তিনি। আর অভিনেত্রী এখন প্রেম , বিয়ে নিয়ে আগ্রহী নন উলটে কাজে মন দিতে চান।
আরও পড়ুন: নাটের গুরুর অনেক আগেই সাথী ছবিতে ডেবিউ করার কথা ছিল কোয়েলের, কিন্তু বাদ সাধলেন বাবা রঞ্জিত মল্লিক
প্রথম ছবিতে অভিনয় করলেন দেবের বিপরীতে সেক্ষেত্রে ছোট পর্দায় কাজের ক্ষেত্রে অসুবিধা হতে পারে নাকি সেই বিষয়ে জানিয়েছেন, দেবদার বিপরীতে কাজ শুরু করাটা আমি ইতিবাচক হিসেবেই দেখছি। এতে সবাই বুঝবেন, আমার মধ্যে অভিনয় প্রতিভা রয়েছে। তবে সঠিক করে কিছু না বললেও তিনি যে খুব তাড়াতাড়ি ছোট পর্দায় ফিরতে চলেছেন কিছুটা ইঙ্গিত দিয়েছেন।