দেবকে ছেড়ে এবার দাদার সাথে নাচে মাতলেন রুক্মিণী! নাচে-গানে-আড্ডায় মঞ্চ মাতালেন দেব – রুক্মিণী জুটি

আমাদের বাংলার দাদা অর্থাৎ মহারাজের সঞ্চালনায় জি বাংলার গেম শো ‘দাদাগিরি ‘ বরাবর সুপারহিট। সেখানে অবাধে প্রবেশ রয়েছে আট থেকে আশি, সিঙ্গেল থেকে মিংগেল , সবার সাথে একেবারে মিলেমিশে মঞ্চ জমজমাট হয়ে ওঠে।কখনও বসে আড্ডার আসর, কখনও আবার দাদা মঞ্চে নেচে ওঠেন প্রতিযোগীদের সাথে, আবার সম্প্রতি মঞ্চে গানের আসরও বসে গিয়েছিল। গান গেয়ে শুনিয়েছিলেন আমাদের মহারাজা সৌরভ গাঙ্গুলি। মাঠ থেকে দাদাগিরির মঞ্চ সবেতেই দাদা যে ছক্কা হাঁকিয়েই আসছেন একথা সবক্ষেত্রে স্পষ্ট। তবে এবার দাদাগিরির মঞ্চ মেতে উঠবে জনপ্রিয় সুপারহিট জুটি দেব – রুক্মিণীর আগমনে। দাদার সাথে মজায় মজায়, সেইসাথে চলবে ‘কিশমিশ ‘এর আলোচনা, তারই প্রোমো সামনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
আরও পড়ুন: “এই মুভসগুলোর বেশিরভাগই অভিষেকের দেখে শেখা।”- খাইকে পান বানারাসওয়ালা’ গানে নেচেছিলেন অমিতাভ বচ্চন!
প্রোমো তে দেখা গিয়েছে দেব – রুক্মিণী একেবারে মানানসই ভাবে মঞ্চে প্রবেশ করছেন। দেবের পরনে ব্লেজার সাথে আর অন্যদিকে রুক্মিণী পরেছে ডিজাইনার ফাইন শাড়ী একেবারে গোলাপী রঙের। খোলা চুলে দারুন লাগছে অভিনেত্রীকে। তারপরেই আসন্ন ছবি কিশমিশ এর প্রসঙ্গ শোনা গিয়েছে দাদা সৌরভ গাঙ্গুলির মুখ থেকে যেখানে, ছবিতে দেব কে দেখা যাবে একজন মুদিখানার দোকানি রূপে। ৪ নং মহিম হালদার স্ট্রিট , কলকাতা – ৭০০০২৬ এই ঠিকানায় গণেশ ভান্ডার নামের একটি দোকান চালায় দেব। সেই নিয়েই দাদা দেব যে মুদি দোকান চালানোয় বাস্তবে কতোটা পারদর্শী তাই পরখ করতে মঞ্চে হাজির করেছেন, চাল, ডাল, কিশমিশ সমস্ত সামগ্রী।
দেবের প্রতি দাদার প্রশ্ন , একটি চাল হাতে নিয়ে জানতে চেয়েছেন,” এই চালের দাম কত? ” তারপরেই দেবের উত্তর , “২০ থেকে ৩৫ টাকা কেজি হওয়া উচিত।” তারপরেই সারা মঞ্চে দেবের এই উত্তর শুনে হাসির রোল উঠেছে। সৌরভ জানিয়েছেন, চালের দাম ৫৫ টাকা কেজি। তারপর আরও এক জায়গা থেকে কিশমিশ তুলে নিয়ে সৌরভ জানতে চেয়েছেন, “এই কিশমিশের দাম কত? ” সাথে সাথে রুক্মিণীর উত্তর,” দাদা এটা প্রাইস লেশ।”
তারপরেই,” তুই বলবো না তুমি” জুটির আসন্ন ছবি কিশমিশ এর এই গানটিতে দাদার সাথে জমিয়ে নাচ করতে দেখা গিয়েছে রুক্মিণী কে। আবার অন্য আর একটি দৃশ্যে , দেব ও রুক্মিণী কে একসাথে, ছবির অন্য গান,” অবশেষে ভালোবেসে” এই গানে রোমান্টিক নাচ করতে দেখা গিয়েছে। হাততালি পড়েছে প্রচুর। তবে সম্পূর্ণ এপিসোড দেখতে হলে চোখ রাখতে হবে আগামী রবিবার রাত ৯ .৩০ এ শুধুমাত্র জি বাংলায়।