সিনেমা

সুপারস্টার প্রসেনজিতের ৩ টে বিয়ে নিয়ে মজা করলেন দেব! শেষমেষ প্রসেনজিতের বিয়ের টপিক নিয়ে খোঁটা দিলেন দেব! এই নিয়ে কী প্রতিক্রিয়া দিলেন প্রসেনজিৎ?

প্রসেনজিৎ চ্যাটার্জী, বলতে গেলে টলিউডের ইন্ডাস্ট্রি তিনি সত্যিই। টলিউডের এই অভিনেতার নাম স্বর্ণাক্ষরে খোদাই থাকবে চিরকাল। একের পর এক দর্শকদের উপহার দিয়েছেন সুপারহিট সব মুভি। আমরা এর আগেও জানিয়েছি টলিউডের ইন্ডাস্ট্রি বললে একমাত্র তাঁকেই বোঝানো হয়। কারণ একটা সময় যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় ধসে যাচ্ছিল সেই সময় তার হাল ধরে তাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলেন এই অভিনেতা। অভিনয় জগতে নিজের অভিনয় দক্ষতার মধ্য দিয়ে অর্জন করেছেন প্রচুর নাম যশ খ্যাতি অর্থ জনপ্রিয়তা প্রভৃতি।

আবার অন্যদিকে হলেন আমাদের আজকের মহানায়ক দেব। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে ৮ থেকে ৮০ সকলের মনে জায়গা করে রেখেছেন এই অভিনেতা। অভিনয় জগতে পদার্পণ করেই তিনি সাফল্য পাননি। একটা দীর্ঘ লড়াইয়ের পর যখন তিনি সাফল্য পেলেন তারপর তাঁকে আর ঘুরে তাকাতে হয়নি। বর্তমানে তিনি শুধু একজন অভিনেতা নন প্রযোজক ও বটে। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স বলে তার নিজস্ব একটি প্রযোজনা সংস্থাও রয়েছে। আর সেখান থেকেই তিনি বর্তমানে আনছেন নতুন নতুন কনসেপ্ট এর প্রচুর সিনেমা। এমন সিনেমা যা মানুষের জীবনকে আরো বেশি আলোকিত করে। তাইতো বর্তমানে অন্যান্য অভিনেতার থেকে দেবের চাহিদা কম কিছু নয়।

সম্প্রতি সামনে এসেছে এই দুই অভিনেতা অর্থাৎ দেব ও প্রসেনজিৎ অভিনীত সিনেমা কাছের মানুষের ট্রেলার। এই সিনেমার মাধ্যমে একই পর্দায় দেখতে পাওয়া যাবে দুই অভিনেতাকে। ট্রেলার লঞ্চ হওয়ার পর বেশ ভালো সংখ্যায় মানুষ খুবই পছন্দ করেছেন এই সিনেমার ট্রেলারটিকে। এ সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। এই সিনেমার ট্রেলার লঞ্চ নিয়েও একটি ছোট্ট ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে নেট দুনিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে যে দেব এসে প্রসেনজিৎ কে বলছেন প্রসেনজিৎকে একটি স্ট্যান্ড আপ কমেডি করতে হবে। প্রথমে প্রসেনজিৎ তো একেবারে নারাজ। কারণ তিনি এসব পারেন না। কিন্তু তখনই দেব তাঁকে বোঝানোর জন্য খিল্লি করেন যে এই যে যেমন তোমার চারটে বিয়ে। এরপরে প্রসেনজিৎ নিজের মুখেই বলেন এই চারটে কোথায় আমার তিনটে বিয়ে। তারপরেই দেখা যাচ্ছে স্ট্যান্ড আপ কমিটি করার জন্য একদম প্রস্তুত আমাদের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ। এই ভিডিওটি সামনে আসার পর প্রচুর মানুষ ভিডিওটি বেশ পছন্দ করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

Related Articles

Back to top button